Rubel-Shweta: দর্শকদের সন্দেহকে উস্কানি; খোশমেজাজে ছুটি কাটাচ্ছে রুবেল-শ্বেতা 

” খুব জমেঙ্গে রঙ্গ, জব মিল ব্যায়ঠেঙ্গে সব ইয়ার” এই ক্যাপশনের দ্বারা দর্শকদের মনে সন্দেহ আরো গাঢ় করে দিয়েছে টলি জগতের অন্যতম ছোট পর্দার অভিনেতা…

Rubel-Shweta: দর্শকদের সন্দেহকে উস্কানি; খোশমেজাজে ছুটি কাটাচ্ছে রুবেল-শ্বেতা 

” খুব জমেঙ্গে রঙ্গ, জব মিল ব্যায়ঠেঙ্গে সব ইয়ার” এই ক্যাপশনের দ্বারা দর্শকদের মনে সন্দেহ আরো গাঢ় করে দিয়েছে টলি জগতের অন্যতম ছোট পর্দার অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী স্বেতা ভট্টাচার্য (Rubel-Shweta)।  সবেমাত্র বেশ কিছুদিন হয়েছে জি বাংলার অন্যতম উল্লেখযোগ্য ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র গল্পে যবনিকা পড়েছে। ধারাবাহিক শেষ হওয়া মাত্রই ছোট পর্দার এই জুটিকে নিয়ে বারবার আলোচনা করতে দেখা গেছে নেটিজেনদের মধ্যে।

https://www.instagram.com/p/CjkI8G5P822/?utm_source=ig_web_copy_link

   
Advertisements

নেটিজেনদের সন্দেহকে আর উস্কানি দিয়ে অভিনেতা রুবেল স্বেতা এবং তার পরিবারের সাথে ফটো তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন ” খুব জমেঙ্গে রঙ্গে জব মিল ব্যায়ঠেঙ্গে সব ইয়ার”। ছবিগুলো দেখে বোঝাচ্ছি সম্ভবত এই জুটি তাদের পরিবারের সাথে সমুদ্র ভ্রমনে গেছে ছুটি কাটাতে। ভ্রমণে গিয়েই কখনো তারা একান্তে কখনো সপরিবারে ছবি পোস্ট করছেন। রুবেল দেশের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবিগুলো পোস্ট হওয়ার মাত্রই লাইক পেরিয়েছে ১১ হাজারের উপরে। খোশমেজাজে এই জুটি বর্তমানে টেলিভিশন জগত থেকে রয়েছে, একটু দূরে নিজেদের মতন করে।