Bangladesh: নিরাপদ সড়ক দাবিতে হাসিনা সরকারকে লাল কার্ড দেখাল পড়ুয়ারা

Road sefty protest in bangladesh

News Desk: ফের নিরাপদ সড়ক আন্দোলনের রোষ দেখতে চলেছে বাংলাদেশ (Bangladesh) সরকার। স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি রাষ্ট্রপ্রধানদের না বিক্ষোভের মুখে পড়তে হয়, এমনই উদ্বেগে সরকার। শনিবার ঢাকার পড়ুয়ারা নিরাপদ সড়কের জন্য একযোগে শেখ হাসিনার সরকারকে লাল কার্ড দেখাল।

সড়ক ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছে পড়ুয়ারা। তাদের দাবি, ফুটবলে যেমন বেনিয়ম করলে রেফারি লাল কার্ড দেখায়, সড়কে বেনিয়ম করার জন্য তেমনই লাল কার্ড দেখানো হয়েছে।

   

সম্প্রতি পরপর দুর্ঘটনার বাংলাদেশের রাজধানী ঢাকায় পড়ুয়াদের মৃত্যু ও বাসে হাফ ভাড়ার দাবিতে নিরাপদ সড়ক আন্দোলন ফের শুরু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার পরপর ঢাকায় পরপর বাসে আগুন ধরানো হয়। পরে শুরু হয় আন্দোলন।

চাপের মুখে ঢাকা পরিবহণ পড়ুয়াদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেয়। তবে পড়ুয়াদের দাবি, কেবল ঢাকা মহানগরে নয়, ‘হাফ’ ভাড়া চালু করতে হবে পুরো বাংলাদেশে।

১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার ঢাকার রামপুরা ব্রিজের জমায়েত থেকে লাল কার্ড প্রদর্শন করে। তাদের দাবিগুলির অন্যতম, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ট্রাফিক পুলিশের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধ,  গাড়ি চালককে একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি ডিউটি দেওয়া যাবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন