HomeEntertainmentRituparna Paoli: বাংলার পাশাপাশি বলিউডেও যাঁরা জনপ্রিয়া!

Rituparna Paoli: বাংলার পাশাপাশি বলিউডেও যাঁরা জনপ্রিয়া!

- Advertisement -

Rituparna Paoli: বাংলা ছবিগুলির বিভিন্ন প্লট এবং সৃজনশীল শৈল্পিকতা খুবই বিখ্যাত সারা ভারতে। পরিচালক এবং চিত্রনাট্যকার ছাড়াও, অভিনেতা অভিনেত্রীদের তাঁদের নিজ নিজ চরিত্রের প্রতি নিপুন দক্ষতায় অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন দর্শকদের মনে। যাদের অসাধারণ অভিনয় দিয় মন্ত্রমুগ্ধ করেছে সকলকেই। পাওলি দাম থেকে ঋতুপর্ণা সেন, এই তালিকায় রয়েছেন অনেকেই। আজকে আমাদের প্রতিবেদনে জানানো হবে তেমনি সব অভিনেত্রীদের কথা।

এখানে কয়েকজন বিশিষ্ট বাঙালি অভিনেত্রীর কথা বলা হল যারা শুধু বাংলা সিনেমা জগতেই নয়, বলিউডেও তাদের জায়গা করে নিয়েছেন।

   

ঋতুপর্ণা সেন

বলিউডের দৃষ্টি আকর্ষণ করা প্রথম সারির বাঙালি অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ঋতুপর্ণা সেন। তিনি 1994 সালে ‘তিসরা কৌন’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এর পরে, তাকে ‘ম্যায়, মেরি পাটনি… অর ওহ!’, ‘বুম বাম বোলে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ এবং ‘ডু নট ডিস্টার্ব’-এর মতো ছবিতে দেখা গিয়েছে।

পাওলি দাম

একজন বাঙালি নারীর সাহসী এবং সুন্দরী হওয়ার মানুষের স্টেরিওটাইপ বিশেষভাবে সত্য হয় যখন পাওলি দাম পর্দায় প্রবেশ করেন। তিনি 2012 সালে হেট স্টোরি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘বুলবুল’, ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’, ‘ইয়ারা সিলি সিলি’, ‘গ্যাং অফ ঘোস্টস’ এবং ‘রাত বাকি হ্যায়’-এর মাধ্যমে তার বহুমুখী অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন মানুষের মনে (Rituparna Paoli)।

টলিউডের খ্যাতনামা শুধুমাত্র পাওলি দাম কিংবা ঋতুপর্ণা সেন ই নয় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বাকি দুই অভিনেত্রীদের মতো তাকেও দেখা গিয়েছে বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular