অভিনেত্রী রিতিকা সিং (Ritika Singh) দক্ষিণ ভারতীয় ও হিন্দি ছবিতে অভিনয় করেন। খুব কম সময়ে মধ্যে এই দুই ইন্ডস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন রিতিকা । আজ, ১৬ ডিসেম্বর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান অভিনেত্রীর জন্মদিন। আসুন জেনে নিই তার অভিনয় যাত্রার কথা।
রিতিকা সিংয়ের (Ritika Singh) শৈশব থেকেই কিক বক্সিং এবং মিক্সড মার্শাল আর্টের (Martial Artist) প্রতি বিশেষ ঝোঁক ছিল। রিতিকা তার বাবার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সুপার ফাইট লিগের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্রীড়া জগত থেকে চলচ্চিত্র জগতে আসার গল্পটি একেবারেই আকর্ষণীয়।
View this post on Instagram
সুপার ফাইট লিগের একটি বিজ্ঞাপন পোস্টারে তাকে দেখেছিলেন পরিচালক সুধা কোঙ্গারা। পরিচালক সুধা একটি স্পোর্টস ড্রামা ছবির পরিকল্পনা করছিলেন। বিজ্ঞাপনের পোস্টারে রিতিকাকে (Ritika Singh) দেখে তাঁর মনে হয়েছিল এই মেয়েটি তাঁর ছবির জন্য সঠিক। রিতিকার সাথে যোগাযোগ করা হয়।
এরপর রিতিকা (Ritika Singh) অডিশন দেন এবং নির্বাচিত হন। প্রথম ছবিতেই অভিনয় দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রিতিকা। তামিল ছবি ‘ইরুধি সুত্রু (২০১৬)’-(Irudhi Suttru) এর জন্য নির্বাচিত হয়েছিল রিতিকা। পরবর্তীতে হিন্দিতে ‘সালা খাদুস’ নামে রিমেক করা হয়। ছবিটির গল্প বক্সিংকে(Martial Artist) কেন্দ্র করে, যেখানে রিতিকা একজন প্রতিভাবান বক্সারের চরিত্রে অভিনয় করেছেন।
ছবিতে কোচের ভূমিকায় ছিলেন অভিনেতা আর. মাধবন। একজন পেশাদার কিক বক্সার হওয়ার কারণে রিতিকা এই চরিত্রটি অত্যন্ত প্রামাণিকভাবে ফুটিয়ে তুলেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য রিতিকা (Ritika Singh) ব্যাপক প্রশংসা অর্জন করেন। ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ উল্লেখ বিভাগে সম্মানিত হন রিতিকা।
View this post on Instagram
২০১৭ সালে, ‘ইরুধি সুত্রু’ ছবিটি তেলেগু ভাষায় ‘গুরু’ নামে পুনঃনির্মিত হয়। এখানেও রিতিকা (Ritika Singh) প্রধান ভূমিকায় অভিনয় করেন এবং তার পারফরম্যান্স সমানভাবে প্রশংসিত হয়।
রিতিকার (Ritika Singh)পরবর্তী তামিল ছবি ‘শিবলিঙ্গ’, রোমান্টিক-কমেডি ছবি ‘ওহ মাই কদভুলে’, এবং হিন্দি ছবি ‘ইন কার’-এ কাজ করেছেন। এছাড়াও রিতিকা বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
রিতিকাকে (Ritika Singh) শেষ দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় ছবি (South Indian Cinema) ‘বত্তায়ান’-এ । এই ছবিতে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতারা মুখ্য ভূমিকায় ছিলেন। ছবিতে রিতিকা একজন পুলিশ অফিসারে চরিত্রে অভিনয় করেন।