২১ বছরের সম্পর্কে একদিন ব্রেকআপ করতে চেয়েছিল রীতেশ! মুখ খুললেন জেনেলিয়া

ritesh

রীতেশ ও জেনেলিয়া (Riteish -Genelia) বলিউডের সেই দম্পতি, যাদের প্রেমের গল্প রিল লাইফের কাহিনীকে হার মানায়। ২১ টা বছর একসঙ্গে পার করেছে এই তারকা দম্পতি। তাঁদের এই ২০-২১ বছরের সম্পর্কে সেভাবে কখনও রীতেশ-জেনেলিয়ার (Riteish -Genelia) ঝগড়া হয়েছে বলেও শোনা যায়নি। তবে সম্প্রতি জেনেলিয়া তাদের সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করেছেন।

Advertisements

২১ বছরের সম্পর্কে নাকি একদিন ব্রেকআপ করতে চেয়েছিল রীতেশ (Riteish Deshmukh)। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনেলিয়া (Genelia) বলেন,’আমরা যখন একে অপরকে ডেট করছিলাম, তারই মাঝে এসেছিল একটা এপ্রিল ফুলের দিন। রীতেশ আমাকে একটি মেসেজ পাঠায় যে, আমাদের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে’, আর এরপর ও দিব্য ঘুমোতেও চলে যায়। ও দেরি করে ঘুমতে যেত, আর আমি তাড়াতাড়ি ঘুমাতাম।

   

রাত ১টার দিকে ও আমাকে এই মেসেজটা পাঠিয়েছিল ঘুমিয়ে পড়েছিল। আমি সেই মেসেজটা পড়ি আড়াইটের সময়। আমি তখন বিষণ্ণ। ভাবছি ‘কি ভুল হয়েছে? কেন এমন হল?’ সকাল ৯টা পর্যন্ত তীব্র মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি।’

Advertisements

এর পর জেনেলিয়া বলেন, ‘সকালে আমায় রীতেশ মেসেজ পাঠাল, হাই, হোয়াটসআপ? কারণ, ও তখন জানে যে ও কী করেছে! এদিকে আমি ওকে বললাম, এমন করছে যেন কিছুই হয়নি! আমাদের কি আর কথা বলা উচিত? রীতেশ শুনে বলল কেন! কী ঘটেছে?’ তারপর জেনেলিয়া রীতেশকে রাতের কথা মনে করাতে রীতেশে বলেন, ‘ওটা তো এপ্রিল ফুল ছিল।’ জেনেলিয়া বলেন, ‘আমি তখন প্রচণ্ড রেগে বললাম, কেউ কি এমন রসিকতা করে!’

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেট থেকে তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল । ২০১২ সালে বিয়ে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। বর্তমানে দুই ছেলেকে নিয়ে সুখের জীবন কাটাচ্ছেন তারা (Riteish -Genelia)।