Ritabhari Chakraborty: এক্স-মাসে ক্যামেরার সামনে এ কোন ঋতাভরী!

Ritabhari Chakraborty: ক্রিসমাস উপলক্ষে বিশেষ উদ্যোগ ঋতাভরি চক্রবর্তীর! টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরি চক্রবর্তী। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ললিতার চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন…

Ritabhari-Chakraborty

Ritabhari Chakraborty: ক্রিসমাস উপলক্ষে বিশেষ উদ্যোগ ঋতাভরি চক্রবর্তীর! টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরি চক্রবর্তী। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ললিতার চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন লক্ষ লক্ষ দর্শকের মন। তারপর থেকেই তাঁকে তাকাতে হয়নি পিছন ফিরে। পেয়েছেন একের পর এক কাজের প্রস্তাব।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের পর অভিনেত্রীকে দেখা গিয়েছে টলিউডের বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমায়। ওয়েব সিরিজ সিনেমার পাশাপাশি অভিনেত্রী সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের জীবনধারা প্রায়শই তুলে ধরেন সামাজিক মাধ্যমের পাতায়। সম্প্রতি ক্রিসমাস উপলক্ষে লাল পোশাকে নায়িকার ইন্সটা রিল দেখে ভিরমি খাওয়ার জোগাড় নেটবাসীদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

যাইহোক, বিভিন্ন নেগেটিভিটি এবং কটাক্ষের মধ্যেও অভিনেত্রী বারংবার পাশে এসে দাঁড়ান মানুষের। আজ ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ উপহার অভিনেত্রী তরফ থেকে। ক্রিসমাসের আগেই যেন স্যান্টাক্লজ হয়ে উঠলেন ঋতাভরী চক্রবর্তী। ছোটদের জন্য বিশেষ আয়োজন করতে দেখা গেল তাঁকে। একটি বিশেষ স্কুলের দায়িত্বভারের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রীতা সকলেরই জানা।

প্রত্যেকবার কোনো না কোনো অনুষ্ঠানের আগেই অভিনেত্রীকে দেখা যায় সেই স্কুলের বাচ্চাদের পাশে রয়েছেন, তাঁদের সঙ্গে মেতে উঠেছেন সব উৎসবেই। আজ বড়দিনেও হল না তাঁর অন্যথা। আজ ২৫শে ডিসেম্বর উপলক্ষে সেই স্কুলে আয়োজন করা হয় ক্রিসমাস পার্টি। যেখানে হাজির ছিল স্যান্টাক্লজ, কেক এবং অন্যান্য উপহারও। গোলাপি পোশাকে উপস্থিত ছিলেন নায়িকা।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

দিনভর হয় খাওয়া দাওয়া, বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার এবং ছিল বিশেষ খেলার আয়োজনও। দুর্গাপূজো হোক বা অন্যান্য অনুষ্ঠান এই খুদেদের সঙ্গে অভিনেত্রীর দেখা না হলে যেন কিছুতেই মন ভরে না। ক্রিসমাসের অনুষ্ঠানে কেক কেটে নিজের হাতে খাইয়ে দিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। বড়দিনের অনুষ্ঠানের দিন অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার মা শতরূপা সান্যালও।