Ritabhari Chakraborty: ভালভাসার মানুষটিকে প্রকাশ্যে মনের কথা বললেন ঋতাভরী

Ritabhari Chakraborty

প্রেমে পড়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। প্রকাশ্যে ভিডিওতে আই লাভ ইউ বলতেও শোনা গেল ঋতাভরীকে।ভাবছেন তো,কার প্রেমে পড়লেন অভিনেত্রী?তাহলে শুনুন,ভিডিওর শেষেই রয়েছে বড় চমক।

সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন ঋতাভরী। নীল রঙের সালোয়ার কামিজের সঙ্গে কানে ঝুমকে পরেই মজাদার রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা। ঋতাভরীর চোখের হার্ট ফ্রেমের চশমা নজর কেড়েছে নেটিজেনের।ঋতাভরীর এই কিলার লুক সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে।রিলের মাধ্যমেই প্রকাশ্যে অভিনেত্রীকে আই লাভ ইউ বলতে শোনা গেল।সেই শুনে ভিডিওতে দেখা যাচ্ছে,এক ব্যক্তি নায়িকার কাছে জানতে চান,’আগে বলো তোমার কোনও বন্ধু আছে কিনা,তোমার কোনও এক্স বয়ফ্রেন্ড আছে কিনা’। ঋতাভরী না বলতেই সে পাল্টা বলেন,আই লাভ ইউ টু।

   

‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা

ভিডিওর শেষে ঋতাভরী তাকে জানান,তার একজন স্বামী রয়েছেন।শেষের এই চমকেই ঘায়েল হয়েছেন ভক্তরা।অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় ঋতাভরী। তাই এই বংবিউটিকে নিয়ে ভক্তদের ক্রাশ থাকাটাই তো স্বাভাবিক তাইনা!

ক্রিকেটারদের ঝোঁক কেন রুপোলি পর্দার নায়িকাদের প্রতি?

প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী।সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই ঋতাভরীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।সদ্যই এক সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন,’সেই সময়টায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে কাটিয়েছি,তখন আমার পাশে কাউকে দরকার ছিল। এবং আমার আগের বয়ফ্রেন্ড মুম্বইতে থাকত। ও পাশে থাকলেও শারীরিক ভাবে উপস্থিত ছিল না,যেটা সে সময়ে খুব প্রয়োজন ছিল।

মিমি থেকে শুভশ্রী, নুসরত বিকিনিতে সাহসী টলিউডের ৭ নায়িকা

চলতি বছরের শুরুতেই ওর ক্লিনিক উদ্বোধনে গিয়েছিলাম। তখন ওরও বান্ধবী ছিল। আমরা প্রথম থেকেই খুব ভাল বন্ধু ছিলাম। তবে বাঙালি ছেলেকে ডেট করার আলাদা মজা আছে। কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি। তবে  যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে  অনুভব করি, আমি কারোর উপরে নির্ভর করতে পারি’।শোনা যাচ্ছে,চলতি বছরের শেষে বাগদান পর্ব সারবেন তিনি।ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের গলাতেই মালা দিতে চলেছেন ঋতাভরী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন