ঋতাভরী চক্রবর্তী। এক কথায় বলতে গেলে যাঁর লুক থেকে ফিগার, হট পোজের ঝড়ে কাবু ভক্তমহল। টলিউড থেকে বলিউড, অভিনয়গুণ তিনি নজর কেড়েছেন সকলের। গানের গলাও যে নেহাতই খারাপ নয়, মিলেছে তাঁর প্রমাণও। সদ্য ভাইরাল হয়েছে ঋতাভরীর গান। করোনার চোখরাঙানিতে রাজ্যে আংশিক লকডাউন, স্বাভাবিকভাবেই ঘরবন্দি মানুষ। ঋতাভরীরও সময় কাটছে চার দেওয়ালের মধ্যে। তবে নেটদুনিয়ায় বিকিনি শর্টে রীতিমতো নেটিজেনদের ঝড় তুলেছেন নায়িকা।
মন ভাল করতে স্মৃতির পাতায় চোখ রাখেন ঋতাভরীয়। এবারও তেমনটাই করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় থ্রো-ব্যাক ভিডিও শেয়ার করেই সাইবারবাসীর ঘুম উড়িয়েছেন বঙ্গতনয়া। হট প্যান্ট- প্রিন্টেড বিকিনিতে বিচ লুকে টলি ফ্যাশনিস্তা যেন বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত।
ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। একের পর এক সাহসী ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী অন্তর্বাসের উপর দিয়ে বেরিয়ে এসেছে ক্লিভেজের খাঁজ। ঝড়ের গতিতে ভাইরাল ঋতাভরীর বোল্ড লুক। ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও দেখেই ঘাম ঝরছে ভক্তদের। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক।