Rii Sen: কে বইত বিখ্যাত টলিউড অভিনেত্রী ঋ সেনের জুতো! হঠাৎ এমন কথা বলার কারণ কী। সম্প্রতি, বাংলাদেশে সিনেমার কাজে গিয়েছিলেন টলিউডের এই নামি অভিনেত্রী। সেই অভিজ্ঞতা জানানোর প্রসঙ্গেই অভিনেত্রী বলেন, ‘ওখানে খুবই অতিথিপরায়ণ সকলে। অ্যাপায়ন পেয়েছি খুব ভাল। আমার জুতো থেকে ব্যাগ বয়ে দেওয়ার পর্যন্ত লোক ছিল। অন্য দিকে, টলিউডে জুতো তো কোন ছার, ব্যাগ বইতে বললে মুখ বেঁকায়। দু’জায়গারই ভাল-খারাপ দিক রয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু, টাকাপয়সা নিয়ে কেন এমন হল, বুঝলাম না। তবে ওঁরা কথা দিয়েছেন, টাকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেবেন। টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।’
তা কী হয়েছে টাকা পয়সা নিয়ে?
আসলে কাজের পর বাংলাদেশ থেকে টাকা পাঠানো নিয়ে সমস্যা হচ্ছে। ঋ এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না, কী সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছেন, কোনও সমস্যা হয়নি। এই প্রথম বার বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতা! প্রায় ভাবতেই পারছেন না তিনি। অভিনেত্রী আরও জানিয়েছেন যে তিনি মাস খানেক ধরে বসে রয়েছেন। হাতে টাকা নেই। এই মুহূর্তে এই প্রাপ্য টাকাটা না পেলেও অনেক অসুবিধা। ঠিক কত টাকা পাবেন ঋ। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রায় তিন লাখ টাকা পাই। আমার কাছে এটা অনেকটা বড় অঙ্ক।’
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে ছিলেন টলিপাড়ার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। এই বার একই অভিযোগ তুললেন ঋ। তিনি অবশ্য ফেসবুকে পোস্ট করেও এ বিষয়টি জানিয়েছেন এদিন। এরপর সমস্ত অসুবিধার সমাধান হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকের তিনি লিখেছেন, ‘আমি আমার সমস্ত সমস্যার সমাধান করছি। সবাইকে ধন্যবাদ।’
View this post on Instagram