রিচা চাড্ডা (Richa Chadha) এবং আলী ফজলের (Ali Fazl) কোলে আসতে চলেছে প্রথম সন্তান। মাতৃত্বের চূড়ান্ত পর্যায়ে এসে প্রত্যেকটি মুহূর্ত স্মরণীয় করে রাখছেন রিচা। সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রামে একটি মাতৃত্বের ফটোশুট (Maternity Photoshoot) শেয়ার করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আলী ফজল। রিচা জানিয়েছেন যে বাড়িতেই করা হয়েছিল এই ফটোশুটের আয়োজন।
পোস্টটিতে ক্যাপশনে রিচা (Richa Chadha) লিখেছেন, “আমাদের সন্তান ভালোবাসার সন্তান। তাই সে পৃথিবীকে আলোর দিশা দেখাবে। এই যাত্রায় আমার জীবনসঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আলী। এভাবেই পাশে থেকো। রিদ বর্মনকে ধন্যবাদ আমাদের বাড়িতে এই ফটোশুট করবার জন্য। আমরা যেন এমন একজনকে পৃথিবীতে আনি যার মধ্যে থাকবে সমবেদনা, সহানুভূতি এবং ভালোবাসা। তবেই সে হবে যোদ্ধা। “
এরপরেই পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ রাখার কারণ জানিয়ে রিচা (Richa Chadha) লেখেন, “মন্তব্য বিভাগ বন্ধ রাখছি। কারণ এই মুহূর্তগুলি আমাদের একান্ত ব্যক্তিগত। “
আসছে ‘সোলজার ২’, কে কে থাকছেন ছবিতে? জানলেন প্রযোজক
রিচা চাড্ডাকে (Richa Chadha) তার স্বামী আলী ফজলের (Ali Fazl) সঙ্গে এই প্রথমবার এতো ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত ফটোশুট করতে দেখা যাচ্ছে। তাঁদের মুম্বাইয়ের বাড়িতে সোফায় বসে ছবিগুলি তুলিয়েছেন দম্পতি। ছবিতে রয়েছেন দম্পতির পোষ্য কামলিও। ছবিগুলিতে তাঁর বেবি বাম্প প্রকাশ্যে এনেছেন রিচা। ছবিগুলিতে বসে আছেন রিচা। তাঁকে জড়িয়ে আছেন স্বামী আলী ফজল। আলি এবং রিচার হাত অভিনেত্রীর পেটে হার্টের আকারে যুক্ত হতে দেখা যায়। তাঁদের দুজনের হাত রিচার পেটের ওপর একটি আংশিকভাবে বোতামহীন শার্টের ওপর রাখা ছিল। এই দৃশ্যটি একটি সুন্দর পারিবারিক মুহূর্ত তৈরী করে।
রিচা চাড্ডা এবং আলি ফজল ফেব্রুয়ারিতে গর্ভাবস্থার খবর ঘোষণা করেছিলেন। রিচাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘রামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ। সম্প্রতি আলী ফজল অভিনীত মির্জাপুরের তৃতীয় সিজেন মুক্তি পেয়েছে আমাজন প্রাইমে।