Rhea Chakraborty: সুশান্ত অতীত নতুন করে জীবন শুরু করছেন রিয়া

ঝা চকচকে গ্ল্যামারের দুনিয়ায়, অন্ধকারের কোনও জায়গা নেই। এদুনিয়া বেশিদিন কিছুই মনে রাখে না। তাইতো সুশান্ত এখন অতীত। অতীত রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম-কাহিনিও। পুরনো স্মৃতি…

Rhea Chakraborty

ঝা চকচকে গ্ল্যামারের দুনিয়ায়, অন্ধকারের কোনও জায়গা নেই। এদুনিয়া বেশিদিন কিছুই মনে রাখে না। তাইতো সুশান্ত এখন অতীত। অতীত রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম-কাহিনিও। পুরনো স্মৃতি ভুলে নিজেকে নতুন করে মেলে ধরবেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিয়া (Rhea Chakraborty) ফ্যানেদের উদ্দেশ্যে জানান, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ২ বছর পর ফিরেছেন কাজে।

Advertisements

নেশায় মত্ত মিঠাই, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা

Advertisements

২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিংহ রাজপুত। তার পর থেকেই তাঁর মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় গোটা দেশ। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের প্রেমিকা রিয়াকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসও হয় তাঁর। আচমকাই বদলে যায় রিয়া চক্রবর্তীর ( Rhea Chakraborty ) জীবন। নিন্দা-কটাক্ষ, এমনকী হাজতবাস— একের পর এক ধাক্কা সামলে আপাতত স্বাভাবিক ছন্দে ফিরেছেন বঙ্গতনয়া। ১২ ফেব্রুয়ারি রিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” গতকাল দু’বছর পর কাজে ফিরলাম। যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। জীবনের যাই ঘটুক, সূর্য সব সময় উজ্জ্বলই থাকবে। কখনও হার মানবেন না।’

সত্যজিৎ রায় হয়ে উঠতে জিতুর জীবন থেকে বাদ গিয়েছে অনেক কিছু

২০২০-তে ঝড় বয়ে যায় রিয়ার উপর দিয়ে। সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুতে জেলে যেতে হয়েছিল তাঁকে। প্রায় মাস খানেক হাজতবাসের পর ছাড়া পেয়েছিলেন রিয়া। এছাড়া এক বছর ধরে নিজের সম্পত্তিতে দখল ছিল না তাঁর। ২০২১ সালের নভেম্বর মাসে মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোনের দখলও পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা।