আরজি কর কাণ্ডের প্রভাব বাংলা ইন্ডাস্ট্রিতে, বাতিল সিনেমার স্ক্রিনিং এবং অনুষ্ঠান

সম্প্রতি, আরজি করে (RG Kar) মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। এই…

সম্প্রতি, আরজি করে (RG Kar) মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রভাব পড়েছে টালিগঞ্জ চলচ্চিত্র জগতেও। এর আগেই তাঁর আসন্ন ছবি খাদানের টিজার মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন প্রযোজক-সংসদ দেব। এবার সেই পথেই হাঁঠলেন টালিগঞ্জের একাধিক শিল্পী।

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’। বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে তৈরী এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, শৌরসেনী মৈত্র ও আবির চট্টোপাধ্যায়। শুক্রবার ছবির একটি স্পেশাল স্ক্রীনিং আয়োজন করা থাকলেও আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটিকে বাতিল করেছে। পরিচালক রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছেন যে ছবি মুক্তির প্রস্তুতি তাঁদের নেওয়া হয়ে গিয়েছে বলেই স্থগিত রাখা হচ্ছে না ছবির মুক্তি। তবে বন্ধ রাখা হয়েছে ছবির স্ক্রীনিং।

   

আর্জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে প্রসেনজিৎ, টোটা, অরিন্দম শীল

বাবলির পরিচালক রাজ চক্রবর্তীর নেতৃত্বে তৈরী প্রযোজনা সংস্থা, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট, ছবিটির স্বাধীনতা দিবসের মুক্তির একদিন পরে শুক্রবারের জন্য নির্ধারিত বিশেষ স্ক্রিনিং স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিল।

শুভশ্রী গাঙ্গুলি পশ্চিমবঙ্গের বর্তমান অস্থির পরিস্থিতিতে স্পেশাল স্ক্রীনিং বাতিল করার ঘোষণা করেন । একটি ভিডিও বার্তায়, শুভশ্রী এবং আবীরকে বলতে শোনা যায়, “বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলির তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রীনিং বন্ধ থাকছে। আমরা ছবির সবরকম প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা চিবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।”

মঙ্গলবার রাত্রে সোশাল মিডিয়াতে পোস্ট করে একটি বিবৃতিতে তাঁর ছবি খাদানের টিজার মুক্তি স্থগিত রাখার ঘোষণা করেন দেব। তিনি বিবৃতিতে লিখেছিলেন, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনায় আমরা শোকাহত এবং উদ্বিগ্ন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সিনেমা ‘খাদান’-এর টিজার লঞ্চ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই মুহূর্তে নিহত চিকিৎসক যেন বিচার পান এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিচারের মাধ্যমে অপরাধী শাস্তি পাক,এটাই আমাদের দাবি। নিহত চিকিৎসকের পরিবারে প্রতি গভীর সমবেদনা রইল। বিচারের এই লড়াইয়ে আমরা সবসময় তাঁদের পাশে রয়েছি।” এই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আসুন এই ঘটনায় আমরা সবাই প্রতিবাদে কন্ঠ মেলাই ।”

দেবের পথে হেঁটে দূর্গা পুজোর ছবি ‘বহুরূপী’র টিজার মুক্তি স্থগিত রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ১৪ তারিখ এই ছবির টিজার মুক্তির কথা ছিল। এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। বর্তমানে স্থগিত রাখা হয়েছে জমালয়ে জীবন্ত ভানুর মিউজিক লঞ্চের অনুষ্ঠানও।

এই মুহূর্তে মূলত বাংলাদেশের পরিস্থিতির কারণেই পিছিয়ে দেওয়া হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’। বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসিনার পদত্যাগের পরে অগ্নিগর্ভ হয়েছে বাংলদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশে ‘পদাতিক’ মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এই কারণে কলকাতায় স্ক্রিনিংয়ে আসতে পারেননি চঞ্চল।