পুজোর ঠিক আগের দিনে ৮ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’ (Bohurupi), একটি বাংলা সিনেমা যা মুক্তির পর থেকে একের পর এক নতুন রেকর্ড গড়েছে (Record success) । দেখতে দেখতে এই ছবির মুক্তির এক মাস পূর্ণ হয়ে গেল, আর সেই এক মাসে ছবিটি অর্জন করেছে এক অভূতপূর্ব সাফল্য। উইন্ডোজ প্রোডাকশন (Windows Production) হাউজ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই সুখবরটি প্রকাশ করেছে।
উইন্ডোজ প্রোডাকশন (Windows Production) হাউজের তরফ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, “রেকর্ড ব্রেকিং! ১ মাসে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখলেন বহুরূপী। সকলকে অনেক ধন্যবাদ। বহুরূপী, একটি দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প।” এই অভূতপূর্ব সাফল্যের জন্য ছবির নির্মাতারা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় তাঁদের টিমের সকল সদস্যের সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
১ মাসের মধ্যে, ১০ লক্ষেরও বেশি মানুষ দেখলেন বহুরূপী। সকলকে অনেক অনেক ধন্যবাদ।
বহুরূপী, একটি দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প।
Book your tickets: https://t.co/hS9hIT6be4#Bohurupi#Durgapuja2024#Windows@nanditawindows @shibumukherjee @itsmeabir @ritabharipc @KoushaniMukher1 pic.twitter.com/3CDwqPDxxT
— Windows Production (@WindowsNs) November 7, 2024
প্রসঙ্গত, ‘বহুরূপী’ (Bohurupi)এর আগেও তার নজরকাড়া আয় এবং প্রশংসার জন্য বেশ কিছু পুরস্কার এবং সম্মান পেয়েছে। সম্প্রতি ছবিটি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বিশেষ সম্মান পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে ছবির জন্য অভিনন্দন জানানো হয়। ছবির নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই সম্মান গ্রহণ করতে গিয়ে বাংলাদেশের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।”
‘বহুরূপী’ (Bohurupi) মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছিল। ছবির গল্প, চরিত্র, অভিনয় এবং বিশেষ করে গানগুলির কারণে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ব্যাঙ্ক ডাকাতির কাহিনী, যা দর্শকদের মাঝে এক নুতন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। ছবির পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয়ে ছিলেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, এবং আরও অনেকে।