Kabuliwala Film: ২২ ডিসেম্বর মুক্তি পেয়েই দর্শকের মনে অনেকটাই জায়গা করে ফেলেছে মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা অভিনীত কাবুলিওয়ালা (Kabuliwala Film)। ছবি বিশ্বাসকে টেক্কা দিতে কাবুলিওয়ালার আধুনিকতার প্রসঙ্গে প্রশ্ন উঠলেও সেভাবে প্রভাব এখনও পড়েনি বক্স অফিসে। ওদিকে শুটিং চলাকালীন মিনি ওরফে অনুমেঘার কাবুলিওয়ালা মিঠুনের সঙ্গে কতটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। তা নিয়ে কৌতুহল প্রকাশ করেছিলেন অনেকেই। এবার হল তারই খোলাসা।
বড়পর্দার ছোট্ট মিনি জানালেন, খুব ভালো লেগেছে শুটিং করে। মজা করেই নাকি কাজ করেছে গোটা টিম। বলা বাহুল্য, মিঠুন চক্রবর্তীর সঙ্গেই বেশীরভাগ সময় থাকত তাঁর অনস্ক্রিন মিনি। শুটিংয়ের জন্য ড্রেস আপ করলেই পাগড়ি ধরে টানাটানি করত অনু। অনেকসময় পাগড়ির ভাঁজও খুলে দিয়েছে। নকল দাড়িও চুলকে দিয়েছে। ভুঁড়ি বাজিয়েছে। অর্থের সেটে খুবই দুষ্টুমি করতো অনু। গুঁতোই মেরেছে নাকি। সবমিলিয়ে এদিন অনুমেঘার উত্তর শুনে বেশ ভালো মতোই বোঝা গিয়েছে যে অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে খুব আদুরে সম্পর্ক অনুর।
দর্শকের চোখে কতটা সফল কাবুলিওয়ালা?
1899 সালের কাবুলিওয়ালা আজ আধুনিকতায় মোড়া। রবীন্দ্রনাথের কলম ঘেঁষে ছবি বিশ্বাসকে টেক্কা দিতে পরিচালক সুমন ঘোষের কলম যেন এক অন্য গল্প বললো। বিদেশে এসে মিনির মধ্যে নিজের মেয়েকে দেখে কাবুলিওয়ালার “বন্ধুত্ব” তো হল। দেশ জুড়ে ভারত -পাকিস্তান যুদ্ধের এক উত্তপ্ত পরিবেশে বিশাল চেহারায় অদ্ভুত পোশাক পরা বিদেশি কাবুলিওয়ালা “ছেলেধরা” তকমা নিল তো বটেই। আবার প্রতারক হিসাবে কাঞ্চন মল্লিকও দাগ কাটলেন নতুন করে। ওদিকে অভিনয়ে মিঠুনের আন্তরিকতা আর অনুমেঘার সঙ্গে স্নেহপ্রবণ পিতৃসূলভ ব্যবহার সবমিলিয়ে একটি মানবিক ও মর্মস্পর্শী অনুভূতি এনে দিয়েছে ‘কাবুলিওয়ালা’কে (Kabuliwala Film)।