প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata) । সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন এই বিজনেস টাইটান। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের বৃহত্তম ব্যবসায়িক ট্রাস্ট টাটা সন্সের সম্মানিত চেয়ারম্যান রতন টাটাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত কারণে সোমবার হাসপাতালে ভর্তি হন টাটা গ্রুপের প্যাট্রিয়ার্ক রতন টাটা (Ratan Tata)। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা।
শিল্পপতি রতন টাটার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড সহ দেশের সব মহলে শোকের ঢেউ বইছে। প্রখ্যাত শিল্পপতি রতন টাটার (Ratan Tata)মৃত্যুতে বলিউডের তারকারা তাদের সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।
অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)তার সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, ‘শ্রী রতন টাটাজির খবরে গভীরভাবে দুঃখিত। তিনি যা কিছু করেছেন, তার মাধ্যমে তিনি সততা, অনুগ্রহ এবং মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন এবং সত্যিকার অর্থেই ভারতের আইকন এবং তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা তকি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra) লিখেছেন, ‘আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গিয়েছেন। আপনার নেতৃত্ব এবং উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনি আমাদের দেশের জন্য যা কিছু করেছেন, তাতে আপনার আবেগ ও উৎসর্গ ছিল স্পষ্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা। এবং খুব মিস করব স্যার।’
Through your kindness, you touched the lives of millions.
Your legacy of leadership and generosity will continue to inspire generations.
Thank you for your unmatched passion and dedication for everything you did for our country. You have been an inspiration to us all and will… pic.twitter.com/1JfSzHXqhG
— PRIYANKA (@priyankachopra) October 9, 2024
বলিউডের ভাইজান (Salman Khan) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন। তাঁর আত্মা শান্তি পাবে।’
Deeply saddened by the passing of Mr. Ratan Tata.
— Salman Khan (@BeingSalmanKhan) October 9, 2024
বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে গোটা বিশ্ব শোক করছে। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তাঁর অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’
The world mourns the loss of a visionary. Ratan Tata’s legacy will forever inspire generations. His contributions to India and beyond are immeasurable. We are deeply grateful. Rest in peace, Sir. 🙏
— Ajay Devgn (@ajaydevgn) October 9, 2024
বরুন ধাওয়ান (Varun Dhawan)তার সমাজ মাধ্যমে রতন টাটার একটি ছবি দিয়ে লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি রতন টাটা স্যার।’
असा माणूस पुन्हा होणे नाही. Deeply saddened to know that Shri #RatanTata ji is no more. Condolences to the family and loved ones. Rest In Glory Sir. 🙏🏽 pic.twitter.com/ldThYxUwJz
— Riteish Deshmukh (@Riteishd) October 9, 2024
রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) লিখেছেন, ‘শ্রী রতন টাটাজি আর নেই জেনে গভীরভাবে দুঃখিত। পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা। রেস্ট ইন গ্লোরি স্যার।’ আরও অনেক বলিউড তারকা তাদের সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।