টেলিভিশন জগতের এক পরিচিত নাম রশ্মি দেশাই (Rashami Desai)। অভিনেত্রী রশ্মি ২০০৬ সালে ‘রাবণ’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন। এরপর ‘পরী হুঁ ম্যাঁ’, ‘উত্তরণ’সহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। রশ্মির অভিনয় জীবনের শুরু থেকেই দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি রশ্মি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী নিজের সম্পর্ক, বিয়ে ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
বিয়ের বিষয়ে রশ্মি (Rashami Desai)বলেন, “আমি বিশ্বাস করি, সঠিক সময়ে সঠিক মানুষটি জীবনে আসবে। আমার বাবা-মা আমাকে একজন জীবনসঙ্গী খুঁজে দেয়ার জন্য অনেক চেষ্টা করছেন, তবে আমি মনে করি যে, যেদিন সে সঠিক মানুষটি আসবে, তখন আমার জীবনের পরিবর্তন হবে।” ২০১১ সালে রশ্মি তার অভিনেতা বন্ধু নন্দিশ সান্ধুকে বিয়ে করেন। তবে ৪ বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যায়। এই সময়ে রশ্মি জানিয়েছিলেন তার প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা দুর্ভাগ্যও ছিল।
রশ্মি (Rashami Desai)তার জীবনের প্রেমিকদের ব্যাপারে বলেন, “যদিও আমি কিছু তারকাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ছিলাম। কিন্তু সেগুলির মধ্যে বেশিরভাগই সঠিক ছিল না।” অভিনেত্রী আরও জানান, বিগ বস ১৫ তম সিজনের অংশ হয়ে থাকাকালীন। তিনি আরহানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন শোনেন। তবে সম্পর্কের মধ্যে একসময় তাঁর সঙ্গে প্রতারণা হওয়ায় সেটি শেষ হয়ে যায়।
রশ্মি ও সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক নিয়েও শোনা গেছে বহু গুঞ্জন। তাদের একসঙ্গে ‘দিল সে দিল তক’ ছবিতে কাজ করার পরেও সম্পর্ক নিয়ে তারা কখনোই কিছু স্পষ্টভাবে বলেননি। এই সম্পর্কের বিষয়ে রশ্মি বললেন, “আমরা কখনোই কোনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি, তবে দর্শকরা আমাদের সম্পর্কে যাই ভাবুন না কেন, আমাদের বন্ধুত্ব সত্যিই বিশেষ ছিল।”
অভিনেত্রী তাঁর ক্যারিয়ারের বিষয়েও কিছু কথা বলেন। তিনি (Rashami Desai)বলেন, “টেলিভিশন, রিয়েলিটি শো এবং ছবির পাশাপাশি এখন আমি আরও বড় পরিসরে কাজ করতে চাই, বিশেষত OTT প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রে। আমার স্বপ্ন অনেক বড়, এবং আমি তার দিকে এগিয়ে যাচ্ছি।”