Monday, December 8, 2025
HomeEntertainmentRanveer Deepika: স্বামীর সঙ্গে নেচে উঠলেন গর্ভবতী দীপিকা! রেগে উঠে ফ্যানেরা বললেন,...

Ranveer Deepika: স্বামীর সঙ্গে নেচে উঠলেন গর্ভবতী দীপিকা! রেগে উঠে ফ্যানেরা বললেন, ‘মানুষ টাকার জন্য…!

- Advertisement -

Ranveer Deepika: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি শীঘ্রই বিয়ের ঘোড়ায় চড়তে চলেছেন। অনন্ত শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন রাধিকা মার্চেন্টের সঙ্গে। একই সঙ্গে বিয়ের আগে গুজরাটের জামনগরে পালিত হচ্ছে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান। জামনগরে বর্তমানে তারকাদের মেলার আয়োজন করা হয়েছে। আম্বানির এই অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফর্ম করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে বি-টাউনের পাওয়ার কাপল অর্থাৎ দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও প্রি-ওয়েডিং-এ তাঁদের নাচ দিয়ে সবার নজর কেড়েছিলেন। কিন্তু দীপিকার নাচের ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। ট্রোলও করছেন।

প্রি-ওয়েডিং এ যোগ দেওয়ার আগেই দীপিকা পাড়ুকোন তার গর্ভধারণের কথা জানিয়েছিলেন। দীপিকা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে তিনি মা হতে চলেছেন এবং এই বছরের সেপ্টেম্বরে তার সন্তানকে স্বাগত জানাবেন। একই সময়ে, ‘মম টু বি’ দীপিকা এবং রণবীর সিং জামনগরে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির প্রাক-বিবাহের অনুষ্ঠানেই অংশ নেননি, বরং তাঁরা পারফর্মও করেছিলেন। দীপিকা তার স্বামী রণবীরের ছবি ‘দিল ধড়কনে দো- এর ‘গালান গুডিয়ান… গানে একটি দর্শনীয় নৃত্যও পরিবেশন করেছিলেন। এই সময় দীপিকাকেও রণবীরের সিগনেচার স্টেপ অনুসরণ করতে দেখা গেছে। দুজনেই তাঁদের নাচ দিয়ে মঞ্চে প্রায় আগুন ধরিয়ে দেন। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

   

বলা বাহুল্য, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের এই নাচটি অনেক ব্যবহারকারী পছন্দ করছেন। একই সঙ্গে, গর্ভাবস্থায় দীপিকার এভাবে নাচ করা অনেকেই পছন্দ করছেন না। মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।’ একজন লিখেছেন, ‘টাকার জন্য আপনার স্বাস্থ্য নিয়েও চিন্তা করবেন না, অর্থের অভাব নেই, তবুও গর্ভাবস্থায় এতটা বোঝা উচিত।’ একজন লিখেছেন, ‘টাকা একজন মানুষকে কী করে?’ এরকম আরও অনেক মন্তব্য আসছে এই ভিডিওতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular