Sohini Sarkar: সেমি-লিভইন করছেন সোহিনি, কার সঙ্গে জানেন?

Sohini Sarkar

দেখতে দেখতে তিন বছর হয়ে গেল তাঁদের সম্পর্কের। খুব তাড়াতাড়ি খাতায় কলমে দম্পত্তি হতে চলেছেন সোহিনি (Sohini Sarkar) ও রণজয়। কিন্তু ততদিন একে-অপরকে ছেড়ে থাকতে নারাজ অভিনেতা-অভিনেত্রী। তাই মাঝে মাঝে একে-অপরের বাড়িতে হানা দেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে রণজয় জানিয়েছেন, ‘ আমরা সেমি-লিভইন করি। ‘কখনও ও আমার বাড়িতে চলে আসে, কখনও আমি ওর বাড়িতে চলে যাই। কখনও যে যার মতো থাকি। আর আমাদের পরিবারও এ ব্যাপারে খুব উদার মানসিকতার। আমরা একে অপরকে পছন্দ করি, একসঙ্গে চলতে চাই, সেটাকে সকলে সম্মান করে।’

‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা

   

কিছু দিন আগে ‘গুড্ডি’র শুটিংয়ের জন্য দার্জিলিং গিয়েছেন অভিনেতা। সেখানে তার পিছু পিছু চলে যান সোহিনি। রনজয়ের কথায়, ‘ও যখন এসেছিল, সে দিন ডে অফ ছিল। আশপাশে একটু ঘুরলাম। আমরা পাহাড়ে এত ঘুরেছি যে, দেখার বাকি কিছু নেই। তবে দার্জিলিঙে এমন স্নোফল আগে দেখিনি। সেটা আমাদের কাছে একদম নতুন অভিজ্ঞতা।’

Sohini Sarkar

বিয়ের প্রসঙ্গ উঠলে নায়ক বলেন, ‘খুব সাদামাঠা ভাবে বিয়ে করার ইচ্ছে।আসলে আমরাও খুব সিম্পল। আমরা অভিনেতা। ‘স্টার’ হয়ে দূরের আকাশের নক্ষত্র হতে চাই না, মানুষের মাঝে মাটির কাছাকাছি থাকতে চাই। যে মানুষদের জন্য আমাদের কাজ, তাঁদের সঙ্গে জুড়ে-জুড়ে থাকতে ভালবাসি।’

শার্টের বোতাম খুলে ‘সমাজে’ আগুন জ্বালালেন দেবলীনা

এদিকে ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করছেন রণজয়। অনুজ একজন আইপিএস অফিসার। তার মা নেই, বাবার দ্বিতীয় বিয়ে সে মেনে নিতে পারে না। সে ট্রান্সফার নিয়ে দার্জিলিঙে যায়। সেখানেই গুড্ডির সঙ্গে দেখা। গুড্ডিরও মা নেই। তাদের পথ কোথাও একটা মিলে যায়। তবে এটা তথাকথিত প্রেমের গল্প নয়। বিশেষ উদ্দেশ্য নিয়েই গল্পটা বোনা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন