প্রবল বৃষ্টিতে বন্যার কবলে থালাইভার বাংলো

বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে কার্যত নাজেহাল অবস্থা গোটা চেন্নাই রাজ্যের। রাস্তাঘাটে জল জমেছে এমনি প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এই বন্যার কবল থেকে…

Rajinikanth-rain

বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে কার্যত নাজেহাল অবস্থা গোটা চেন্নাই রাজ্যের। রাস্তাঘাটে জল জমেছে এমনি প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এই বন্যার কবল থেকে রক্ষা পায়নি দক্ষিনী সুপারস্টার রজনীকান্তেরও বাড়ি (Rajinikanth’s Bungalow)। জানা গিছেয়ে বন্যার জল ঢুকে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে থালাইভার বাংলো।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়ছে ইতিমধ্যে রজনীকান্তের (Ranjinikanth)বাংলো থেকে জল বার করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজে কর্মচারিরা খুব সর্তকতা অবলম্বন করছে যাতে বাংলোর কোন ক্ষতি না হয়ে যায়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি তার বাড়ি থেকে জল নেমে গিয়েছে নাকি এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে।

   

রজনীকান্ত (Ranjinikanth) চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে এলাকায় থাকেন। শুধু রজনীকান্ত নয় দক্ষিণের অনেক উচ্চমানের শিল্পপতি থেকে শুরু করে আরও অনেক তারকা ওই এলাকায় থাকেন। পোয়েস গার্ডেনে এলাকার ল্যান্ড মার্ক হিসাবে পরিচিত থালাইভার বাড়ি। উচ্চ মানের নিরাপত্তা মোড়া রজনীকান্তের (Ranjinikanth) বাড়ি। এই টানা বৃষ্টিতে বন্যার জেরে রজনীকান্ত সহ পুরো এলাকাবাসী সমস্যায় পড়েছেন। রাস্তার ধারে লাগানো গাছ উপড়ে পড়েছে। রেললাইনে জল জমে থাকাই রেল পরিষেবা ব্যহত হয়ছে। এমনকি অনেক বিমান বাতিল করা হয়েছে। কার্যত ‘লকডাউন’ পরিস্থির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সমস্ত স্কুল ও কলেজে ছুটির ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে গভীর রাতে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এর পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। কিন্তু অস্ত্র পাচারের প্রয়োজন পরেনি। ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে (নন সার্জিক্যাল) যার চিকিৎসা করা হয়েছে। এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। এখন রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুদিন পরে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। হাসপাতালের তরফে রজনীকান্তকে (Rajinikanth) দু সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে। এর পর তিনি কাজে ফিরতে পারেন।

উল্লেখ্য, রজনীকান্তকে শেষ দেখা গিয়েছে টিজে জ্ঞানভেল দ্বারা পরিচালিত, ‘ভেট্টাইয়া’ (Vettaiyan) । এই ছবিতে রজনীকান্তকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে । তার বীপরিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। এছাড়ও গুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক সিং, ধুশারা, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, এবং মঞ্জু ওয়ারিয়ারকে। গত ১০ অক্টোবর মুক্তি পায় ‘ভেট্টাইয়া’। এটা থালাইভার ১৭০ তম ছবি। রপরে ‘কুলি’ নামের একটি ছবিতেও তাঁকে দেখা যাবে। এই ছবির শ্যুটিং চলছে। এই বছরে এর মধ্যেই লাল সেলাম, জেলার, দরবার, পেট্টা ২.০, কালা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত।