‘Animal’ এ নিজের পারিশ্রমিকের অর্ধেক নিলেন রণবীর কাপুর !

রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’-এর টিজার নিয়ে সিনেমাপ্রেমী মানুষের উত্তেজনা চরমে। টিজারটি এখনও ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় রয়েছে। টিজারে রণবীরকে গ্যাংস্টার লুকে দেখা যাচ্ছে। বরাবরই শান্ত ও রোমান্টিক চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর এই প্রথম কোনো ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করলেন। ভক্তরা ইতিমধ্যেই এটিকে রণবীরের এখন পর্যন্ত সেরা অভিনয় বলে ঘোষণা করেছেন। ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

Advertisements

রণবীর কাপুর এবং ববি দেওল তাদের লুকের জন্য প্রশংসিত হচ্ছেন। এদিকে, রণবীর কাপুর তার পারিশ্রমিক কমিয়েছেন বলে খবর রয়েছে। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি যাতে সব দিক দিয়ে একেবারে নিখুঁত হয় সেই দিকে নজর ছিল অভিনেতার। সেই কারণেই তিনি যখন জানতে পারেন ছবির কিছু পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ বাজেটের জন্য আটকে রয়েছে তখন নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দিতে দু’বার ভাবেননি, জানান পরিচালক সন্দীপ। রণবীরের এই আচরণ ইতিমধ্যেই সকলের মন ছুঁয়েছে।

Advertisements

সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসেই। তবে সেই সময়ে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল যে ছবির কিছু পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বাকি আছে। সেই কারণেই তখন ‘অ্যানিম্যাল’-এর মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে রণবীর কাপুরের জন্মদিনের দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর প্রথম টিজার।এখন বড় পর্দায় রণবীরকে দেখতে অপেক্ষার দিন গুনছেন সকলে।