Ranbir Kapoor Movies: অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুর পর আবারও একসঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছেন রণবীর কাপুর ও রাজকুমার হিরানি। সুপারহিট ব্লকবাস্টার ছবি অ্যানিম্যাল অভিনেতার পরবর্তী সিনেমা নিয়ে প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। এদিকে কিং খানের ডাঙ্কি ছবিটি নিয়ে আজকাল আলোচনার বিষয় হয়ে উঠেছেন পরিচালক রাজকুমার হিরানি। এরই মাঝে এদিন, রাজকুমারকে এক বিশেষ সাক্ষাৎকারে তাঁর সঞ্জু ছবির তারকা রণবীর কাপুরের সঙ্গে ভবিষ্যতে কাজের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল (Ranbir Kapoor Movies)।
তারই উত্তরে এদিন পরিচালক বলেছেন যে ‘রণবীর কাপুর খুবই ভালো মানুষ। সঞ্জু ছবির শুটিংয়ের সময় আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। বর্তমানে আমার কাছে কিছু স্ক্রিপ্ট আছে, যার জন্য অভিনেতা রণবীর ও আমি আলোচনাও করেছি। যদিও এখনও এই সমস্ত বিষয়ে কিছু চূড়ান্ত করা হয়নি, তবে সময় তো খুব দ্রুত বদলে যায়। তাই ওই স্ক্রিপ্টগুলো নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ভালো চিত্রনাট্য নিশ্চিত হলে আমাদের দুজনকেই আবার একই ছবিতে কাজ করতে দেখা যাবে। যা শুনে রীতিমত খুশি ফ্যানেরা।
উল্লেখ্য, 2018 সালে বলিউডের বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিটি। এই সিনেমায় অভিনেতা সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। বলা বাহুল্য যে সঞ্জয় দত্তের এই বায়োপিকটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় দাঁড়িয়ে প্রায় 342 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি (Ranbir Kapoor Movies)।