Ranbir Kapoor: জল্পনা বলছিল রণবীর কাপুর নাকি নেশা করা ছেড়ে দিচ্ছেন। তাহলে খ্রিষ্মাসের মতো শুভ দিনে কেকে এলকোহল ঢেলে এটা কি করলেন অভিনেতা! নেটিজেনদের একাংশের মত, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এনিম্যাল সাফল্যের পর জমিয়ে খ্রিষ্মাস উপভোগ করতে গিয়ে ফ্যাসাদে রণবীর সহ গোটা কাপুর পরিবার। কাপুর পরিবারের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিও এইমুহূর্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এই ভিডিও দেখেই রণবীরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
ভাইরাল ওই ভিডিও ক্লিপে দেখা যায়, অভিনেতা Ranbir Kapoor জয় মাতা দি স্মরণ করে কেকের উপর দারু ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশে বসে থাকা স্ত্রী আলিয়া ভাট ও পরিবারের অন্যান্যরাও সময়টিকে জমিয়ে উপভোগ করেছিলেন। আর অভিনেতা ও তাঁর পরিবরের এই কাজ একেবারেই পছন্দ করেননি নেটিজেনরা। ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। এরপরেই রণবীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। বুধবার মুম্বাইয়ের একটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলায় এখনো কোনো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দায়ের করা হয়নি।
Saying “Jai mata di” while cutting cake, the way Ranbir Kapoor is giving us pure sanatan dharma vibes 👑❤️pic.twitter.com/W1YB9cP1vE
— Sia⋆ (@siappaa_) December 25, 2023
অভিযোগকারীর অভিযোগ করেছেন যে হিন্দুধর্মে, অন্যান্য দেবতাদের ডাকার আগে অগ্নিদেবতাকে ডাকা হয়। কিন্তু কাপুর এবং তার পরিবারের সদস্যরা জেনেশুনে মাদক ব্যবহার করলেন। এমনকি খ্রিস্ট ধর্মের একটি উৎসব উদযাপন করার সময় জয় মাতা দী স্লোগানও তুললেন। এতে অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে। যদিও এরপর পরবর্তী পদক্ষেপে রণবীর কাপুর ও তাঁর পরিবার কি করবেন, সেটা সময়ই বলবে।