রামকমল মুখোপাধ্যায় এর পরবর্তী ছবিতে কৌশিক গাঙ্গুলি এবং রূপা গঙ্গোপাধ্যায়

rupa ganguly and kaushik ganguly

এর আগেও রামকমল মুখোপাধ্যায় এর ‘নটি বিনোদিনী’ তে অভিনয় করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। এবার টালিগঞ্জ সূত্রে গুঞ্জন, রামকমল মুখোপাধ্যায় এর আগামী ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ এ কৌশিক গাঙ্গুলি এবং বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।এই ছবির প্রযোজনায় থাকা সঙ্গীতা সিংহ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। প্ৰথম বাংলা ছবি ‘রিকশাওয়ালা’তে অভিনয় করেছিলেন তিনি।এছাড়া থাকতে পারেন কৌশিক গাঙ্গুলী এবং রূপা গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন শুভ্র চক্রবর্তী। ছবিতে গানের দায়িত্বে থাকছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।

রূপা গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় আদেও অভিনয় করবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান প্রযোজক। তিনি আরও বলেন যে তারা ছবিতে কাজ করলে তাদের চরিত্র কি হবে সেই নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে ।ছবির মূল বিষয়বস্তু গৃহপরিচারিকারা, যারা না থাকলে প্রাত্যহিক মধ্যবিত্ত জীবন অচল। লক্ষীকান্তপুরের লোকাল ট্রেন কিভাবে ওই পরিচারিকাদের অন্য সংস্থানের সঙ্গে জড়িত সেটাই মূলত তুলে ধরা হবে ছবিতে। সহযোগী প্রযোজনা করতে পারে প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী।

   

আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন পরিচালক। জুলাই মাসে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাদের । প্রযোজক সঙ্গীতা জানিয়েছেন, লক্ষীকান্তপুর লোকাল ট্রেন ছাড়াও স্থানীয় অঞ্চল এবং শহর কলকাতা জুড়েই শুটিং করবেন তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন