Ram Mandir: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে স্থাপিত রাম লালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বলিউডের অনেক নামকরা সেলিব্রিটিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ এবং মাধুরী দীক্ষিত সহ অনেক তারকাই এসেছিলেন। কিন্তু রাম লালার পুজোয় কিন্তু একেবারেই মন ছিল না তাঁদের। যে যার ফোনেই ব্যস্ত ছিলেন। এমনই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে রাজকুমার হিরানি, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, স্বামী শ্রীরাম নেনের সঙ্গে দেখা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে মাধুরী, ভিকি, ক্যাটরিনা… সবাইকেই নিজ নিজ ফোনেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। আর এতেই রেগে গিয়েছেন নেটিজেনরা।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সবাই তাদের সেলফোন নিয়ে ব্যস্ত, আসলে বসে থাকা বাধ্যতামূলক। না হলে সিনেমা চলবে না।’ আরেকজন লিখেছেন, ‘রণবীর এবং আলিয়া গরুর মাংস খেয়েছিলেন, তাই তারা এই অনুষ্ঠানে আসার যোগ্য নন।’ আরেকজনের দাবি, ‘শাহরুখ খানের মতো ভদ্রলোককে না ডেকে রণবীরের মতো ছাপরিকে কেন ডাকা হয়েছে।’
View this post on Instagram
উল্লেখ্য, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, হেমা মালিনী, রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণের মতো সেলিব্রিটিরাও সোমবার অযোধ্যায় অনুষ্ঠিত রাম লল্লার জীবনাদর্শের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
View this post on Instagram