Rakulpreet- Jackky Bhagnani Wedding: রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি আনন্দ কারাজ অর্থাৎ শিখ রীতিতে বিয়ে করেছিলেন। সোমবার থেকে গোয়ায় চলছে দুজনের বিয়ের
অনুষ্ঠান। অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, আয়ুষ্মান
খুরানা-তাহিরা কাশ্যপ, শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা সহ তাঁদের ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা বিয়েতে যোগ দিতে গোয়া পৌঁছেছিলেন।
২১শে ফেব্রুয়ারি পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দ কারাজ রীতি মেনে বিয়ে করেন দুজনেই। এরপর আবার সিন্ধি রীতি অনুযায়ী বিয়ে হয় তাঁদের। এবার তাদের দুজনের বিয়ের পরের ছবি সামনে এসেছে। হ্যাঁ, অপেক্ষার পালা শেষ। রাকুল নিজেই নিজের এবং জ্যাকির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ছবি শেয়ার করতে গিয়ে রাকুল লিখেছেন, ‘ও আজ এবং চিরকাল আমার।’ সেলেবরা রাকুলকে তার পোস্টে মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন। রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, আথিয়া শেঠি, বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর, সামান্থা রুথ প্রভু, জ্যাকলিন ফার্নান্দেস সহ অনেক সেলিব্রিটিরাই রাকুল এবং জ্যাকিকে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে পোস্ট দেখুন।
View this post on Instagram
রাকুল এবং জ্যাকির গোয়ায় একটি পরিবেশ বান্ধব বিয়ে হয়েছিল। তারা অতিথিদের ডিজিটাল আমন্ত্রণ পাঠিয়েছে যাতে কাগজের অপচয় না হয়। বিয়েতে পটকা ব্যবহার করা হয়নি। এ ছাড়া অতিথিদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অতিথিদের জন্য গ্লুটেন ফ্রি ও সুগার ফ্রি খাবার ছিল বলে জানা গিয়েছে।
অক্ষয় কুমার, টাইগার শ্রফ, আদিত্য রায় কাপুর, অনন্যা পান্ডে, শহীদ কাপুর-মিরা রাজপুত, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, আয়ুষ্মান খুরানা-তাহিরা কাশ্যপ সহ অনেক চলচ্চিত্র তারকা রাকুল এবং জ্যাকির বিয়েতে উপস্থিত ছিলেন। রাকুল ও জ্যাকির বিয়েতে পারফর্ম করেছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি।