রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) নামটা শুনলেই অনেক পুরুষের মনি হয়ে ওঠে যেমন চাঞ্চল্যপূর্ণ আবার তেমনই কিছু মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসে অশ্রাব্য ভাষা। বিশেষত পুরুষদের রাতের ঘুম কেড়ে নেবার অন্যতম নাম হলেন রাখি সাওয়ান্ত।
বলিউড জগতে তিনি তার নাচের মাধ্যমে অভিষেক ঘটান। বলিউড জগতে রাখি সাওয়ান্ত ‘কন্ট্রোভার্সি কুইন’নামেও পরিচিত। বেশ কিছু বছর আগে রাখি তার বিয়ের জন্য স্বয়ম্বর সভা নিয়ে এক রিয়েলিটি শো করে এবং শোয়ের মাধ্যমে ইলেস পারুজানওয়ালা নামক এক ব্যক্তির সাথে বিবাহের বাগদান সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন। কিন্তু পরবর্তীকালে শোনা যায় সেই সম্পর্ক বিবাহ পর্যন্ত পৌঁছায়নি। এর কিছু বছর পরে তিনি রিতেশ সিং নামে এক ব্যক্তি কে 2019 সালে বিবাহ করেন কিন্তু পরবর্তীকালে জানা গেছে চলতি বছরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
মাঝে এও দেখা যাচ্ছিল তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস১৫’-এর প্রতিযোগী ছিলেন। বর্তমানে এও শোনা যাচ্ছে তিনি আদিল খান দুরানি নামক এক ব্যক্তির সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি আবার দেখা যাচ্ছে হিন্দি কালার্স এ বিগ বস 16 সবেমাত্র শুরু হয়েছে। এবং সেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে রাখি সাওয়ান্ত তার হাতের নখের নতুন নেইল পেইন্ট করিয়েছে তাও আবার আকিয়েছে বিগ বস শো এর প্রতীক একটি চোখ। এই সবকিছু দেখে তার দর্শককূল অনুমান করছে যে, ‘বিগ বস’ শোয়ের অন্যতম বিনোদনকারী হিসেবে এইবারেও তিনি দেখা দিতে চলেছে।