ননীচোরা দাসের গান শুনে চোখে জল রাখি গুলজারের, গাইলেন ‘শিমুল পলাশ’

আসছে ‘আমার বস’ ছবির হাত ধরে দীর্ঘ ২২ বছর পর পর্দায় ফিরছেন প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজার (Rakhi Gulzar) । দীর্ঘদিন পরে প্রবীণ অভিনেত্রীকে বড় পর্দায়…

rakhi-gulzar-gets-emotional-nanichora-das-baul-performance-mumbai

আসছে ‘আমার বস’ ছবির হাত ধরে দীর্ঘ ২২ বছর পর পর্দায় ফিরছেন প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজার (Rakhi Gulzar) । দীর্ঘদিন পরে প্রবীণ অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রমীরা। ছবির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। বর্তমানে মুম্বাইয়তে রয়েছেন রাখি গুলজার। সম্প্রতি প্রবীণ অভিনেত্রীর বাড়িতে উপস্থিত হন ননীচোরা দাস বাউল (Nanichora Das Baul) । যিনি ‘বহুরূপী’ ছবির জনপ্রিয় গানের শিল্পী। তিনি অভিনেত্রীর সাক্ষাৎ করতে আসেন। আর এখানেই ঘটেছিল একটি আবেগপ্রবণ মুহূর্ত।

ননীচোরা (Nanichora Das Baul) রাখির (Rakhi Gulzar) বাড়িতে পৌঁছানোর পরে গান গাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় ননীচোরা দাস যখন ‘শিমুল পলাশ’ গানটি গাইছিলেন। সেই গানে সুরে তাল দিচ্ছিলেন রাখি গুলজার (Rakhi Gulzar) । গানের সুরে সুর মিলিয়ে, পুরো পরিবেশে এক মায়াময় আবহ তৈরি হয়েছিল। রাখি গুলজার গানটি শোনার পর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার চোখে জল চলে আসে। গান শেষে ননীচোরার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন কিংবদন্তি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ননীচোরাকে মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে নিজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন তিনি। 

   

এই আবেগপ্রবণ মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে উইনডোজ প্রোডাকশনের পক্ষ থেকে, এবং ক্যাপশন দেওয়া হয়েছে, “রাখী গুলজারের মুম্বইয়ের বসতিতে যখন এক টুকরো গ্রাম বাংলা গিয়ে পৌঁছোয়! বহুরূপী শিল্পী ননীচোরা দাস বাউলকে দেখে চোখ ভিজে এসেছিল ওনার, তার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সাথে। আমার বস আসছে ১৬ই মে বড় পর্দায়।”

Advertisements

গত বছর দুর্গা পুজোর সময়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পায় ‘বহুরূপী’। ছবিটি বক্স-অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে শুধু ছবি নয় গান গুলোও সুপারহিট হয়েছিল দর্শক মহলে। এই ‘শিমুল পলাশ’ গানটি সুপারহিট হয়েছিল । এই গানটি লিখেছিলেন এবং সুর করেছিলেন ননীচোরা দাস বাউল। সেই সঙ্গে শ্রেষ্ঠা দাস, বনি চক্রবর্তীর সহযোদ্ধা হিসেবে এটি গেয়েওছিলেন তিনি।

উল্লেখ্য,‘আমার বস’(Amar Boss) হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের (Rakhi Gulzar) । বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। ‘আমার বস’(Amar Boss) ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। ছবিটি আগামী ১৬ মে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। গরমের ছুটিতে ছবিটি মুক্তি পাবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News