কোভিড হওয়ার পর থেকেই আজকালকার যুগে বেশ অনেক সিনেমাই ওটিটিতে মুক্তি পাচ্ছে। চলতি বছরের আসন্ন দুই মাসে বাংলা এবং হিন্দি মিলিয়ে বেশ অনেকগুলি সিনেমা মুক্তি পেতে চলেছে। তেমনি হিন্দিবাসী একটি সিনেমা মুক্তি পথে চলেছে নভেম্বরের ১১ তারিখে, নাম ‘মনিকা ও মাই ডার্লিং’। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও(Rajkumar Rao), রাধিকা আপ্তে, হুমা কুরেশি এবং অন্যান্য চরিত্রে দেখতে পাওয়া যাবে রাধিকা মদন, সিকান্দার খের, আকাশ রঞ্জন কাপুর এবং আরো অনেকে।
https://www.instagram.com/p/CjmjNQlp06g/?igshid=NDRkN2NkYzU=
ভাসান বালার পরিচালনায় এই ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে ছোট শহরের একটি ছেলে বড় শহরে কাজের সূত্রে এসে নারায়ণ বিপদে সম্মুখীন হয় এবং সেই বিপদের জেরি নানান ধরনের ঘটনা ঘটতে থাকে তার সাথে। ইতিমধ্যে এই সিনেমার ট্রেলারটি দর্শকদের মনে বেশ আগ্রহ তৈরি করেছে বলা যেতে পারে।
অভিনেতা রাজকুমার রাও ২০১০ সালে ‘লাভ সেক্স অর ধোঁকা’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমা জগতে অভিনয়ে প্রবেশ করেন। এরপর অভিনেতাকে দেখতে পাওয়া যায় ২০১১ সালের ‘রাগিনী এম এম এস’ নামক একটি সিনেমাতে। এরপর থেকে রাজকুমারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে একে একে বিভিন্ন স্বাদের সিনেমাতে কাজ করে চলেছেন। পরিচালকসহ প্রযোজক,সকলে আশায় রয়েছেন যে এই সিনেমা দর্শকদের মাঝে সাড়া ফেলে দেবে।