অপেক্ষার অবসান! ১০০০ কোটির ফিল্ম কনফার্ম… ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাঁপতে আসছে রাজামৌলি-মহেশ বাবু

‘আরআরআর’ ও ‘বাহুবলী’র মতো ব্লকবাস্টার হিটের পর, এসএস রাজামৌলি (Rajamouli) এখন ব্যস্ত নতুন প্রকল্প SSMB29 নিয়ে। ছবির প্রধান চরিত্রে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)…

SSMB29: Rajamouli and Mahesh Babu's Jungle Adventure Film Pooja Ceremony Sparks Excitement

‘আরআরআর’ ও ‘বাহুবলী’র মতো ব্লকবাস্টার হিটের পর, এসএস রাজামৌলি (Rajamouli) এখন ব্যস্ত নতুন প্রকল্প SSMB29 নিয়ে। ছবির প্রধান চরিত্রে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu) । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ জানুয়ারি সম্পন্ন হয়েছে ছবির আনুষ্ঠানিক পূজা অনুষ্ঠান (Grand Pooja Ceremony) । এই ছবিটি ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হতে চলেছে । জানা গিয়েছে ছবির বাজেট ১০০০ কোটি টাকা। 

পূজার অনুষ্ঠানে রাজামৌলি (Rajamouli) ও মহেশ বাবুকে (Mahesh Babu) উপস্থিত হতে দেখা যায়। রাজামৌলির স্ত্রী এবং মহেশ বাবুর গাড়িও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। যদিও গাড়ি থেকে মহেশ বাবুর স্পষ্ট ঝলক ধরা পড়েনি। তবে লোকেশনটি ফুল দিয়ে সুসজ্জিত ছিল। পূজার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তবে নির্মাতাদের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ছবি বা বিবৃতি প্রকাশ করেননি। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

SSMB29 ছবির বাজেট প্রায় ১০০০ কোটি রুপি। পিঙ্কভিলার একটি প্রতিবেদনে জানা গেছে রাজামৌলি ও মহেশ বাবু দু’জনই এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন না। বরং তারা ছবির ৪০ শতাংশ মুনাফা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রযোজকদের ওপর বাড়তি চাপ না পড়ার জন্যই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

এই মেগা প্রজেক্টটি দুটি ভাগে মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথম অংশটি মুক্তি পাবে ২০২৭ সালে এবং দ্বিতীয় অংশটি ২০২৯ সালে।

খবর অনুযায়ী, মহেশ বাবুর (Mahesh Babu)বিপরীতে দেখা যেতে পারে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিতে খলনায়কের ভূমিকায় থাকতে পারেন পৃথ্বীরাজ সুকুমারন। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

এসএস রাজামৌলির (Rajamouli) সিনেমাগুলি বরাবরই দর্শকদের এক নতুন দুনিয়ার অভিজ্ঞতা দিয়েছে। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো ছবির পর SSMB29 নিয়ে প্রত্যাশার পারদ আরও উঁচুতে। রাজামৌলি এবং মহেশ বাবুর এই সহযোগিতা ইতিমধ্যেই X (সাবেক টুইটার)-এ ট্রেন্ড করছে। পূজার লোকেশনের ছবিগুলি ভাইরাল হওয়ায় ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।