Raj Subhashree: আগামী ৪ বছর পর ফের মা হবেন শুভশ্রী!

Raj Subhashree: সুখবর, ফের রাজ-শুভশ্রীর জীবনে আসতে চলেছে নতুন অতিথি! শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী, এই নাম দুটির সঙ্গে কারোরই পরিচয় হতে বাকি নেই। বর্তমানে…

Raj Subhashree

Raj Subhashree: সুখবর, ফের রাজ-শুভশ্রীর জীবনে আসতে চলেছে নতুন অতিথি! শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী, এই নাম দুটির সঙ্গে কারোরই পরিচয় হতে বাকি নেই। বর্তমানে টলিউড দুনিয়া হোক কিংবা সামাজিক মাধ্যমের পাতা সব জায়গাতেই লাইমলাইট কেড়ে রেখেছেন টলিউডের এই হট কাপল। সবসময়ই একে অপরকে চোখে হারান তারকা দম্পতি। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোছাপা করেন না তাঁরা।

চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিনে রাজ শুভশ্রীর ঘর আলো করে এসেছে মা লক্ষ্মী। বছরের প্রথম দিকে তাঁরা সুখবর দিলেও জানিয়েছিলেন, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। যদিও সুখবর আসার জন্য এতটা অপেক্ষা করতে হয়নি কাউকেই। ছেলে ইউভানের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ইয়ালীনি।

   

নিজেদের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি অধ্যায়ই তারকা দম্পতি তুলে ধরেন তাঁদের instagram অ্যাকাউন্টে। সম্প্রতি এমনি একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। যেখানে দেখা গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর চোখে রয়েছে কালো চশমা এবং পরনে রয়েছে ম্যাচিং ড্রেস।

এই ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই কমেন্ট বক্স ভরে গিয়েছে ভালোবাসায়। তবে তাঁদের মধ্যে এত মিষ্টি মধুর সম্পর্ক দেখে অনেকেই মজা করতেও পিছপা হননি। তাঁদের মধ্যে থেকেই এক নেটিজেনের বক্তব্য, ‘মনে হচ্ছে আগামী চার বছরের মধ্যে আরও একটি সুখবর পাব আমরা।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)