ফের উত্তপ্ত টলিপাড়া (Tollywood) । এবারও সমস্যাটা সেই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের। পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের (Bengali serial) সেটের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই টেকনিশিয়ানরা ক্ষুব্ধ হয়ে কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি না মানলে বুধবার থেকে আরও সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সব ঘটনার মধ্যেই পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য একযোগে এ বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী (Raj Chakroborty)বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, কোনো কাজই বন্ধ করা যাবে না, কর্ম বিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না। যা সমস্যা হয়, সমাধান করতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে।” তিনি আরও বলেন, “টেকনিশিয়ানরা যারা কাজ করতে চান, তাদের পক্ষ থেকে সমস্যা হতে পারে। কিন্তু যদি কেউ কাজ বন্ধ করতে চান, তাহলে সেটা বড় ক্ষতির কারণ হবে। আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজ বন্ধ হয়েছে, আর এর ফলে অনেক টেকনিশিয়ান কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।”
রাজ চক্রবর্তী আরও যোগ করেন, “আমরা সবাই একে অপরের শত্রু নই, আমরা এক ইন্ডাস্ট্রির অংশ। আমাদের এক পরিবার হিসেবে একসাথে কাজ করতে হবে। সৃজিত রায়ের লাইভ আমি দেখেছি, তিনি বলেছেন যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে বলুন, আমি ক্ষমা চাইব। কিন্তু যদি কিছু না হয়, তাহলে কাজ করতে আসুন। সৃজিত ১৫-২০ বছর ধরে কাজ করছেন, তার হাত ধরে অনেক বড় সিরিয়াল তৈরি হয়েছে।”
অন্যদিকে, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya) একই মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “ডিরেক্টর্স গিল্ড অব ইস্টার্ন ইন্ডিয়া একটি সংগঠন, এবং আমাদের সকলের মধ্যে আলোচনা হয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের কথা বলেছি, কিন্তু সমস্যা মিটছে না। তাই আমরা এখনও কথা বলছি, এবং আশা করছি দ্রুত সমাধান হবে।”