অবশেষে ‘হইচই’তে মুক্তি পেল রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’

দীর্ঘ ২ বছর পর হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পেলো রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha)। ২০২২ এ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন…

দীর্ঘ ২ বছর পর হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পেলো রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha)। ২০২২ এ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), পার্নো মিত্রর (Parno Mittra) মতো শিল্পীরা।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে ইসমাইলপুর নামের এক শহর । হঠাৎ এই শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার পর শুরু হয় অরাজকতার । এই শহরে এক বৃদ্ধার বাড়িতে চারজন ব্যক্তি আশ্রয় নিতে এলে তাঁদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এই বৃদ্ধা তাঁর ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। এই চার জন ব্যক্তির মধ্যে শান্তিস্থাপন করার চেষ্টা করেন তিনি। এইভাবে চরিত্রগুলি এইভাবে উপলব্ধি করে যে মানবতাই প্রধান ধর্ম। ছবিতে এই বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)।

   

মুক্তির সময় সমালোচকরা বলেছিলেন যে ‘ধর্মযুদ্ধ’ পরিচালক রাজের একটি সাহসী প্রচেষ্টা বিশেষ করে যখন দেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে এবং তাদের প্রভাব বাড়ছে। নিম্ন অর্থনৈতিক পটভূমির প্রান্তিক মানুষদের মৌলবাদীদের দ্বারা কিভাবে সাম্প্রদায়িক মতাদর্শে মগজ ধোলাই করানো হয়, এটাই ছিল ছবির মূল গল্প।

গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আনলেন শোভন-সোহিনী!

মুক্তির আগে ছবিটি নিয়ে শুরু হয় বিতর্ক। ধর্মীয় ভাবাবেগ আঘাত করারও অভিযোগ ওঠে ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় একটি গোষ্ঠী ছবিটি বয়কট করার ডাক দেন। তবে সোশাল মিডিয়াতে এই অভিযোগ উড়িয়ে দেন পরিচালক । মুক্তির পর সাফল্য পাইনি ছবিটি। তবে প্রশংসিত হয়েছিল স্বাতীলেখা সেনগুপ্তের অভিনয়।

তারপর দীর্ঘ সময় লাগে ছবিটির ওয়ার্ল্ড টেলিভশন প্রিমিয়ার বা ওটিটিতে মুক্তির। সম্প্রতি হইচই প্ল্যাটফর্ম ঘোষণা করে যে তাদের প্ল্যাটফর্মে ১৯ জুলাই থেকে উপলব্ধ থাকবে ছবিটি। ঘোষণার সময় ছবির ট্রেলার পুনরায় শেয়ার করে হইচই। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কিনা সেই দিকে তাকিয়ে আছে ছবির নির্মাতারা ও সিনেপ্রেমীরা।