Raj Subhashree: ঠোঁটে ঠোঁট, নতুন বছরে রোমান্টিক মুডে রাজ-শুভশ্রী! চড়ালেন উষ্ণতার পারদ।

Raj Subhashree: সোশ্যাল মিডিয়ায় লাভ বার্ড হিসেবেই পরিচিত রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। ব্যস্ততা থেকে একটু ছুটি পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তারকা জুটি। মাঝে মধ্যেই ঘুরতে চলে…

Raj Subhashree

Raj Subhashree: সোশ্যাল মিডিয়ায় লাভ বার্ড হিসেবেই পরিচিত রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। ব্যস্ততা থেকে একটু ছুটি পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তারকা জুটি। মাঝে মধ্যেই ঘুরতে চলে যান তাঁরা। এবারেও তার অন্যথা হল না।

ডিসেম্বর মানেই ছুটিরদিন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা সকলেই এই সময় যান ঘুরতে। সঙ্গে অবশ্য রয়েছেন তাদের বেশ কয়েকজন বন্ধুর পরিবার।

ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কখনো তাঁদের দেখা মিললো সাধারণ পোশাকে তো কখনো আবার মেতে উঠলেন পার্টি মুডে। ছবিতে দেখা গিয়েছে, একে অপরের ঠোঁটের ঠোঁট দিয়ে রয়েছেন তারকা দম্পতি। ‘লিপলক’-এর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গে লেখা, তিন শব্দের ছোট্ট বার্তা- ‘হ্যাপি নিউ ইয়ার’। ছবিতে মিনি স্কার্ট, টপ আর জ্যাকেটে দেখা মিলেছে শুভশ্রীর, সঙ্গে পায়ে রয়েছে স্নিকার্স। ফ্যাশন আর কমফোর্ট দু দিকেই খেয়াল রেখেছেন নায়িকা। অন্যদিকে ফরম্যাল প্যান্ট আর ব্লেজারে দেখা মিলল রাজের।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

উল্লেখ্য, নভেম্বর মাসের 30 তারিখে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। ইয়ালিনির জন্মের পর একটুকুও বিশ্রাম নিতে দেখা যায়নি নায়িকাকে। একেবারেই বাড়িতে বসে ছিলেন না তিনি। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেই পরিবার ও বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন পার্টি মুডে। এইতো মাত্র কয়েকদিন আগেই বড় ছেলে ইউভানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন রাজ ও শুভশ্রী গাঙ্গুলি (Raj Subhashree)।