HomeEntertainmentকলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ ছাড়লেন 'অভিমানী' রাজ চক্রবর্তী!

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ ছাড়লেন ‘অভিমানী’ রাজ চক্রবর্তী!

- Advertisement -

৩০ তম (30th) কলকাতা আন্তর্জাতিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival/KIFF) চেয়ারপার্সনের(chairperson) পদ ছাড়লেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গতবছর নিখুঁতভাবে সামলেছিলেন চলচ্চিত্র উৎসবের সমস্ত কাজ। তবে এবারে চেয়ারপার্সেনের পদ আবার সামলাবেন না তিনি। নেপথ্যে রয়েছে কোন কারণ, জানালেন পরিচালক নিজেই।

৩০তম (30th) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival/KIFF) আগের বছরের থেকে অনেক বড় করে পালন করা হবে। গত বছর এমনই আভাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছরই চেয়ারপার্সনের দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি দিয়েছিলেন পরিচালক রাজ। তবে সেবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি বলে একটি নামী সংবাদপত্রকে জানিয়েছেন তিনি।

   

রাজের (Raj Chakraborty)। কী কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও অভিমান রয়েছে ? এই কথা তাঁকে একটি নামী সংবাদপত্রের তরফে জিজ্ঞেস করা হলে উত্তরে পরিচালক বলেন যে তাঁর পরিচালিত একটি ছবির নাম ‘অভিমান’ হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ বা অভিমান নেই তাঁর। তিনি যোগ করেন যে দীর্ঘ ২৫ বছর ধরে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন তিনি। তাই এবার তিনি নিজে বিরতি নিয়ে, অন্যদের এই দায়িত্ব সামলানোর সুযোগ দিতে চান।

অভিষেককে বৈবাহিক জীবন নিয়ে কী পরামর্শ দিলেন অমিতাভ?

শোনা যাচ্ছে রাজের পরিবর্তে চেয়ারপার্সেনের দায়িত্ব দেওয়া হতে পারে বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষকে (Goutam Ghose)। শোনা যাচ্ছে তাঁর অভিজ্ঞতা এবং কাজের পদ্ধতির প্রসঙ্গ করেছেন রাজ। এই বিষয়ে গৌতম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান যে এই বিষয়ে এখনই মন্তব্য করতে ইচ্ছুক নন তিনি। বর্তমানে একটি ছবির স্ক্রিনিংয়ে রোমে রয়েছেন গৌতম। নতুন চেয়ারপার্সেনের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular