প্রেমে ডুবলেন আবীর ও শুভশ্রী, কী বক্তব্য রাজের? জেনে নিন বিস্তারিত

প্রেমে মগ্ন আবীর ও শুভশ্রী। কখনও খেললেন টেনিস, কখনও গেলেন পাহাড়ের কোলে ছুটি কাটাতে। ক্যামেরার পেছন থেকে পর্যবেক্ষণ করলেন পরিচালক রাজ্ চক্রবর্তী (Raj Chakraborty)। আসলে,…

raj chakraborty

প্রেমে মগ্ন আবীর ও শুভশ্রী। কখনও খেললেন টেনিস, কখনও গেলেন পাহাড়ের কোলে ছুটি কাটাতে। ক্যামেরার পেছন থেকে পর্যবেক্ষণ করলেন পরিচালক রাজ্ চক্রবর্তী (Raj Chakraborty)। আসলে, বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে ‘বাবলি’ (Babli) চলচ্চিত্র পরিচালনা করছেন রাজ্ চক্রবর্তী । ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং শৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী এবং আবির চট্টোপাধ্যায়কে। টিজারের পর ছবির একটি গান সাম্প্রতিক মুক্তি দিয়েছিলেন নির্মাতারা। সেই গানের নির্মাণের ভিডিওতেই দেখা গেলো এমন দৃশ্য।

এই গানটির নাম ‘ডুবে আছি’ (Dube Achi)। গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত (Indradiip Dsagupta)। গানটি গেয়েছেন বাংলাদেশী গায়ক মিনার রহমান (Minar Rahaman)। রোমান্টিক ঘরানার এই গানটিতে গানটিতে নান মেজাজে ধরা নিলেন আবীর ও শুভশ্রী। আবিরকে কখনও দেখা গেলো জগিং করতে, কখনও আবীর ও শুভশ্রীকে গেলেন পাহাড়ে ছুটি কাটাতে। আবার কখনও টেনিস খেললেন তারা। একটি দৃশ্যে লাল শাড়ি পরে গাড়িও চালালেন শুভশ্রী। একটি দৃশ্যে জীপের ওপর সাদা শর্টস পরে ধরা দিলেন আবির।

   

এই গানের নির্মাণ এর একটি ভিডিও প্রকাশ করেছেন পরিচালক রাজ্ চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে পরিচালনার কাজে দেখা যাচ্ছে তাকে। অভিনেতা অভিনেত্রীকে দৃশ্য বোঝানোর কাজ ও সারলেন তিনি। এই নির্মাণ ভিডিওটিতে দেখা যায় গায়ক মিনারকেও। তিনি দর্শকদের গানটি শুনতে অনুরোধ জানান এবং আশা রাখেন যে গানটি তাদের ভাল লাগবে। শুটিং ফ্লোরে দেখা যায় রাজ্ এবং শুভশ্রীর ছেলে ইউভানকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ জানান তিনি। এই গানের নির্মাণ ভিডিওতে রয়েছে বেশ কিছু গ্রীনস্ক্রিন দৃশ্যের নির্মাণও। ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে ‘বাবলি’।

রাজ্ চক্রবর্তীর পরিচালনায় অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু করেন শুভশ্রী। তিনি কাজ করেছেন ‘পরিণীতা (Parineeta), ‘হাব্জি গাব্জি’ (Habji Gabji), ‘ধর্মযুদ্ধ’র (Dharmajuddho) মতো ছবিতে। ‘পরিণীতা’ চলচ্চিত্রে প্রশংসিত হয়েছিল তার অভিনয়। গতবছর স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায় ‘ধর্মযুদ্ধ’। এই ছবিতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্তর মতো শিল্পীরা। তবে বাক্স অফিস সাফল্য পাইনি ছবিটি। ‘পুস্পা ২’ এ র মুক্তি পিছিয়ে যাওয়ায় ‘বাবলি’ সহ একাধিক বাংলা ও হিন্দি ছবি মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে ওই সপ্তাহে। বক্স অফিসে কেমন সাড়া ফেলে ‘বাবলি’, তা জানতে অপেক্ষায় সিনেপ্রেমিরা।