যাদবপুরে পেট্রল বোমা? রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ প্রাক্তনীর

কলকাতা: পরিচালক রাজ চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না। ক্ষুদিরাম বসুকে নিয়ে বিতর্কিত সংলাপের রেশ কাটতে না কাটতেই এবার…

Raj Chakraborty legal notice

কলকাতা: পরিচালক রাজ চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না। ক্ষুদিরাম বসুকে নিয়ে বিতর্কিত সংলাপের রেশ কাটতে না কাটতেই এবার ছবির বিষয়বস্তু নিয়ে সরাসরি আইনি বিপাকে পড়লেন পরিচালক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগে রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠালেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিষেক বিশ্বাস।

কী অভিযোগ রাজের বিরুদ্ধে?

অভিষেক বিশ্বাসের দাবি, ‘হোক কলরব’ ছবির ট্রেলার এবং টিজারে যা দেখানো হয়েছে, তা পুরোটাই মিথ্যাচার। ফেসবুকে আইনি নোটিশের ছবি শেয়ার করে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক অপরাধ দেখানো হয়েছে। গত ৫০ বছরের ইতিহাসে শান্তিপূর্ণ আন্দোলন হলেও এমন ঘটনার কোনো নিদর্শন নেই।”

Advertisements

‘যাদবপুর আমার কাছে মন্দির’ Raj Chakraborty legal notice

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রের মতে, রাজ চক্রবর্তী শিল্পের স্বাধীনতার নামে ভুল তথ্য ছড়াচ্ছেন। তিনি লিখেছেন, “আমার কাছে মন্দির একটাই— যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাত্র ১০ হাজার টাকায় আজও যেখানে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, সেই প্রতিষ্ঠানের মানহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি সারাক্ষণ পড়ুয়ারা এসবই করত, তবে পড়াশোনা করার সময় পেত কখন? র‍্যাঙ্কিংয়ে আজও যাদবপুর বাংলার সেরা।”

   

সেন্সর বোর্ডকেও চিঠি

শুধুমাত্র রাজ চক্রবর্তীকেই নয়, অভিষেক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এবং সিনেমা রেগুলেশন বোর্ডকেও। তাঁর আর্জি, শিল্পের স্বাধীনতা যেন মিথ্যা প্রচারের হাতিয়ার না হয়ে ওঠে। এই পোস্টের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্ত বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিবাদের ডাক দিয়েছেন।

এই বিতর্ক নিয়ে রাজ চক্রবর্তীর তরফে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। তবে ‘ক্ষুদিরাম’ বিতর্কের পর ‘যাদবপুর’ ইস্যু যে ‘হোক কলরব’-এর ওপর চাপ আরও বাড়াল, তা বলাই বাহুল্য।

Advertisements