অপ্রত্যাশিত অন্তঃসত্ত্বা দিশা ! রাহুলের মন্তব্যে তোলপাড়

নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার। মা-বাবা হতে চলেছেন তারা । স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সন্তান আগমনের আগাম বার্তা দিয়েছেন…

Abortion is legal within 24 weeks of pregnancy

নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার। মা-বাবা হতে চলেছেন তারা ।

স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সন্তান আগমনের আগাম বার্তা দিয়েছেন রাহুল। আপাতত নতুন অতিথির অপেক্ষায় তাঁরা। ২০২১ সালে ভালবেসে বিয়ে করেন রাহুল এবং দিশা।

এক সাক্ষাত্কা রে রাহুল বলেন, ‘আমি একজন বাবা হয়ে নিজের সন্তানকে সব কিছু দেওয়ার স্বপ্ন দেখেছি। খবরটা অপ্রত্যাশিত ছিল। কিন্তু আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। বাবা হওয়ার জন্য আমি প্রস্তুত।’

অনাগত সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে মনে করছেন রাহুল। তাঁর কথায়, ‘জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য মুখিয়ে আছি। খবরটা একদমই অপ্রত্যাশিত।

Advertisements

আমার মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি কাজের জন্য গোয়া গিয়েছিলাম। মুম্বই ফিরতেই দিশা আমাকে সুখবরটা দেয়।’

২০২১ সালে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়ক। মুম্বইতে তারকা সমাবেশে বিয়ে করেন দুই শিল্পী। তার পর প্রায় দুবছর পর সংসারে নতুন অতিথির আগমনের খবর পাওয়া গেল।