Tollywood Updates: একসঙ্গে ভাইরাল ‘রাজা-মাম্পি’

rahul-rukma

টিআরপির কারণে খুব অল্প দিনেই শেষ হয়ে যায় এই সিরিয়াল। কিন্তু ধারাবাহিকের চরিত্র রাজা-মাম্পির (rahul-rukma) জনপ্রিয়তা এখন আকাশ ছুঁই। রিলের রোম্যান্স ছাড়িয়ে টেলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রিয়েল লাইফে একে-অপরের প্রেমে পরেছে রাহুল-রুকমা। যদিও এই সম্পর্কে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে ‘লাল কুঠি’র প্রোমো দেখে সেই জল্পনায় ঘি পরেছে। যদিও পছন্দের জুটিকে আরও একবার টিভির পর্দায় দেখা যাবে এখবরে বেজায় খুশি দর্শকমহল। নতুন প্রোমো মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বোঝাই যাচ্ছে প্রিয় জুটিকে পর্দায় ফিরে পাওয়ার অপেক্ষার আর তর সইছে না ভক্তদের।

Advertisements

নেশায় মত্ত মিঠাই, ফেসবুকে শেয়ার করলেন মনের কথা

   

‘লাল কুঠি’ র সিরিয়ালে নায়িকার চরিত্রে রুকমা রায়কে দেখার পরেই কার্যত শোরগোল পরে চারদিকে। রুকমা দেখে দর্শকরা ধরেই নিয়েছিলেন মাম্পি ফিরছেন মানেই রাজাও ফিরবেন তার সাথেই। এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল বিগত বেশ কিছুদিন ধরেই। তবে শুরু থেকেই এবিষয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়ে রুকমা জানিয়েছিলেন, এবিষয়ে যা জানানোর আগামী দিনে চ্যানেল কর্তৃপক্ষের তরফেই জানানো হবে। আর আজই সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে জানানো হল আবার একসাথে জুটি বাঁধছেন অভিনেতা রাহুল ও রুকমা।

সুশান্ত অতীত নতুন করে জীবন শুরু করছেন রিয়া

নতুন ধারাবাহিকে রাজা-মাম্পিকে নয় তাঁদের অনামিকা ও বিক্রমের চরিত্রে। গা ছমছমে ভৌতিক ঘটনার এই সিরিয়াল পরিচালনার দায়িত্বে থাকবেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মহাপীঠ, তারাপীঠ সিরিয়ালের পরিচালক। জানা গিয়েছে মে মাসের ২ তারিখ থেকেই জি বাংলার পর্দায় রাত সাড়ে ন’টা থেকেই সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements