বড়দিনে ভক্তদের ফ্লাইং কিস দিলেন বেবি রাহা, বললেন ‘হাই ভক্তরা’

বড়দিনে কাপুর পরিবারে (Kapoor Family) উৎসব ছিল বেশ আনন্দমুখর। কাপুর পরিবারে প্রতি বছর বড়দিন বিশেষভাবে উদযাপন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি পুরো পরিবার একসঙ্গে…

Baby Raha greets fans with 'Hi Fans' and Flying Kiss this Christmas

বড়দিনে কাপুর পরিবারে (Kapoor Family) উৎসব ছিল বেশ আনন্দমুখর। কাপুর পরিবারে প্রতি বছর বড়দিন বিশেষভাবে উদযাপন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি পুরো পরিবার একসঙ্গে মিলিত হয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল। এবারে অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত অভিনেতা শশী কাপুরের বাড়িতে। এই বছরের বড়দিনে রণবীর কাপুর, আলিয়া ভাট, রীমা কাপুর, রণধীর কাপুর সহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি লাইমলাইট চুরি করেন বেবী রাহা (Raha Kapoor)। গত বছর বড়দিনে রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া (Alia Bhatt) তাদের মেয়ের প্রথম ঝলক ভক্তদের সামনে এনেছিলেন। এবারও ভক্তরা তাদের প্রিয় তারকাদের সঙ্গে রাহার (Raha Kapoor) প্রথম উপস্থিতি দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। আলিয়া ভাট আগেই জানান মেয়ে রাহাকে মিডিয়ার সামনে আসতে খুব বেশি চাপ দেওয়া হবে না। এর পর রাহা তার বাবা রণবীরের কোলে এসে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিতে থাকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ETimes (@etimes)

বেবি পিঙ্ক আর সাদা রঙের ফ্রকে রাহাকে (Raha Kapoor) খুব কিউট লাগছিল। লাল রঙের ওয়ান পিসে দেখা গেছে আলিয়া ভাটকে (Alia Bhatt) । ছোট্ট রাহা মিডিয়ার সামনে এসে হাত নেড়ে ‘হাই ভক্তরা’ বলে এক মিষ্টি ফ্লাইং কিস দিয়েছিল। পাপারাজ্জির ক্যামেরার আলো মধ্যেও কিছুটা অস্বস্তি দেখা গেল ছোট্ট রাহার মুখে, তবে তার মিষ্টি হাসি সব কিছু ভুলিয়ে দিল।

বড়দিনে ভক্তদের ফ্লাইং কিস দিলেন বেবি রাহা, বললেন 'হাই ভক্তরা'

কাপুর পরিবারের (Kapoor Family) বড়দিনের অনুষ্ঠানে রণধীর কাপুর এবং রীমা কাপুরও উপস্থিত ছিলেন। রণধীর কাপুর এই অনুষ্ঠানে লাল টি-শার্ট এবং সান্তা ক্যাপ পরিহিত অবস্থায় সবার নজর কাড়েন। রীমা কাপুরও এই সময় পরিবারের সঙ্গে যোগ দেন। কাপুর পরিবারের আরও এক সদস্য, রিতু নন্দার মেয়ে নাতাশাও উপস্থিত ছিলেন।

Advertisements

বড়দিনে ভক্তদের ফ্লাইং কিস দিলেন বেবি রাহা, বললেন 'হাই ভক্তরা'

এছাড়া, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং নাতনি নভ্যা নাভেলিও কাপুর পরিবারের (Kapoor Family) সঙ্গে যোগ দিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি, আরমান জৈনও এই উৎসবে উপস্থিত ছিলেন। আরমান জৈন ও রীমা কাপুরের এবারে তার ছেলেকে পাপারাজ্জির সামনে পরিচয় করিয়ে দেন।