Putul Nacher Itikotha:বড় পর্দায় আসতে চলেছে পুতুল নাচের ইতিকথা, পরিচালনায় সুমন মুখোপাধ্যায়

suman mukhopadhay

অবশেষে বড় পর্দায় আসতে চলেছে পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড় পর্দায়! জানা গিয়েছে যে, ছবিতে তিন মুখ্য চরিত্রে আবীর চট্টোপাধ্যায় জয়া আহসান এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রথম সারির অভিনেতারা থাকবে বলে জানা গিয়েছে।

Advertisements

সুমন মুখোপাধ্যায়ের বাবা অরুণ মুখোপাধ্যায় মঞ্ছস্থ করেছিলেন পুতুল নাচের ইতিকথা। এইবার সেই কালজয়ী উপন্যাস লালের হাত ধরে বড় পর্দায়। ছবিটি প্রযোজনা করছে ক্যালাইডোস্কোপ। সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী সেপ্টম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভবনা।

   
Advertisements

ইদানীং নাটক থেকে সিনেমা বানানোর হিড়িক দেখা গিয়েছে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে পুতুল নাচের ইতিকথা। সুমন মুখোপাধ্যায়ের নাটক পছন্দ করেন এমন এক দর্শকের সংখ্যা নেহাৎ ছোট নয়। জানা গিয়েছে যে বোলপুর-সিউড়ির মাঝে অবস্থিত রাজবাড়ি এবং দ্বিতীয় নলবনে সেট ফেলে ছবির শুটিং হয়েছে।