৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা ২’! নতুন তারিখ ঘোষণা করলেন আল্লু অর্জুন

ফের বক্স-অফিসে রাজ করতে আসছে পুষ্পারাজ।  যেদিন থেকে পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের মধ্যে উত্তজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক…

ফের বক্স-অফিসে রাজ করতে আসছে পুষ্পারাজ।  যেদিন থেকে পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের মধ্যে উত্তজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং একটি গান সামনে এসেছে যা ঘিরে দর্শক মহলে উন্মাদনা একেবারে তুঙ্গে। তবে, সম্প্রতি জানা গেছে যে, সিনেমাটি ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না। এই পরিবর্তনের খবরটি নিশ্চিত করেছেন আল্লু অর্জুন (Allu Arjun)  নিজেই। তাহলে কবে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’?(Pushpa 2 release date)

আল্লু অর্জুন (Allu Arjun) দিওয়ালির এক সপ্তাহ আগে অর্থাৎ ২৪ শে অক্টোবর‘পুষ্পা ২: দ্য রুল’(Pushpa 2: The Rule) ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে চিলিমে ধূমপান করছেন এবং পুষ্পারাজ তার হাতে ধরে রাখা বন্দুকের দিকে তাকিয়ে আছেন। পুষ্পারাজের পিছনে রয়েছে নোটের ভাণ্ডার। যা দেখে বোঝা যাচ্ছে এবার পুষ্পারাজ পুষ্পা দ্য রাইজের থেকেও ধনী হতে চলেছে। তবে পোস্টারের মধ্যে সবচেয়ে নজর কাড়া জিনিস হল ছবি মুক্তির তারিখ (Pushpa 2 release date)।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

এই পোস্টার অনুসারে, পুষ্প ২প্রেক্ষাগৃহে ৬ডিসেম্বর নয়, ৫ডিসেম্বর মুক্তি পাবে। আল্লু অর্জুন হ্যাশট্যাগে ‘পুষ্পা 2 দ্য রুল অন 5 ডিসেম্বর’ও লিখেছেন। এই পোস্টারের পর ভক্তদের মধ্যে উত্তেজনার মাত্রা বেড়েছে।
আল্লু অর্জুনের শেয়ার করা পোস্টে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), যিনি পুষ্প দ্য রাইজ-এ ওও আন্তোয়ায় আগুন লাগিয়েছিলেন, সিক্যুয়াল নিয়ে তার উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি মন্তব্যে লিখেছেন, ‘বিস্ফোরণের অপেক্ষায়’। পুষ্পারাজের ভক্ত এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner) মন্তব্য করেছেন, “শুভ ভাগ্য, দুর্দান্ত লোক। আমার ভালো লেগেছে।”

প্রসঙ্গত,কোভিড আবহে ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা ছবির প্রথম অংশ অর্থাৎ ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবি। এই ছবি এক কথায় বক্স-অফিসে ঝড় তুলেছিল। শুধু ছবি নয় এই ছবির গান গুলিও ব্যাপক হিট হয়েছিল। তার মধ্যে ছবির আইটেম গান ‘ওও আন্তাভা’ আগুন ধরিয়ে ছিল সামান্তা প্রভু (Samantha Ruth Prabhu)।

এবার আসছে পুষ্পা ছবির দ্বিতীয় অংশ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’(Pushpa 2: The Rule) ।এই ছবিতেও নির্মাতার একটি আইটেম গান রাখতে চলেছে। যা ছবির প্রথম অংশের আইটেম গানের থেকে বড় হতে চলেছে । ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) । তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি।