Puja Banerjee: পূজা বন্দ্যোপাধ্যায় কেন ‘অসভ্য মহিলা’! দাবি ফ্যানেদের

Puja Banerjee: পোশাকে একটু উনিশ বিশ হলেই বিপদ। ঝাঁপিয়ে আসবে কটাক্ষ। এসব তো আর নতুন কিছু নয়। আর কান দেওয়ারও প্রয়োজন নেই। তিনি স্বাচ্ছন্দ্য বোধ…

Puja Banerjee

Puja Banerjee: পোশাকে একটু উনিশ বিশ হলেই বিপদ। ঝাঁপিয়ে আসবে কটাক্ষ। এসব তো আর নতুন কিছু নয়। আর কান দেওয়ারও প্রয়োজন নেই। তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাই পরছেন অমন পোশাক। এতে কার কি এসে যায়। কারও দেখতে ইচ্ছে না হলে দেখবে না। কিন্তু এমন খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞাটা কি ভুলে গিয়েছেন নাকি! জনপ্রিয় বাঙালি নায়িকা পূজা ব্যানার্জিকে অসভ্য মহিলা বলতেই নিন্দুকদের পাল্টা জবাব ফ্যানেদের।

এদিন একটি প্রফেশনাল ভিডিয়ো শুট করে শেয়ার করেছেন নায়িকা। সেখানে নায়িকার পরনে ছিল বিকিনি। উন্মুক্ত দুধ-সাদা পিঠে পুরো শরীরি ভাঁজ ছিল সুস্পষ্ট। আর সেই সঙ্গে নিম্নাঙ্গের জন্য পড়েছিলেন মানানসই ঝলমলে স্কার্ট। যা দেখে রীতিমত চক্ষু ছানাবড়া হওয়া সাধারণ ব্যবহার। এরপর ক্যামেরার সামনে একের পর এক পোজ় দিয়ে নায়িকার অঙ্গভঙ্গিও ছিল যথেষ্ট উষ্ণ। সবটা মিলিয়ে এদিন আধুনিকতায় মোড়া ছিলেন Puja Banerjee।

ছবি দেখে খুবই অস্বস্তি বোধ করছেন অনেকেই। একাংশ তো ‘অসভ্য মহিলা’ কটাক্ষ করেছেন। কেউ বলেছেন, কারও স্ত্রী কারও মা হয়ে এমন ভিডিও শুট মানায় না। কারও কথায়, লজ্জাশরম কোথায় গেল। নায়িকার আসল ফ্যানেরা অবশ্য এধরনের মন্তব্যের বিপক্ষেই কথা তুলেছেন। বলেছেন, কেন অসভ্য মহিলা বলা হচ্ছে পূজাকে। নিজের স্বামী সংসার সামলে Puja Banerjee নিজের প্রফেশন নিজের স্বাচ্ছন্দ্যে মন দিয়েছেন। এটা খারাপ তো নয়।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)