Prosenjit Weds Rituparna: বিয়ের পিঁড়িতে বসছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

Prosenjit Weds Rituparna

বাংলা চলচ্চিত্রের যতগুলি জনপ্রিয় জুটি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেও প্রসেনজিৎ (prosenjit chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta) জুটি । একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে পরপর বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছে এই জুটি। ভর্তি কালে কিছু মনোমালিন্য কারণে বেশ কয়েক বছর তারা আর একসাথে ছবি করেনি। কিন্তু আবার নন্দিতা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবি ‘প্রাক্তন’ ছবিতে জুটি বাঁধেন এই দুই তারকা। এখন আবার শোনা যাচ্ছে যে তাদের দুজনের বিয়েটাও হচ্ছে।

Advertisements

এই বিয়ে রিয়েল লাইফের না, রিল লাইফের। ছবির নাম ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। ২৫ নভেম্বর ২০২২ সালে আসবে এই ছবি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল এই ছবির।একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করা হয়েছে সোশ্যালে। আর সেখানে এক পুরুষ কণ্ঠ বলছে, ‘বাবা আসছে নতুন সিনেমা, আসছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। পরিচালনায় সম্রাট শর্মা। প্রাক্তনের পরে দৃষ্টিকোণে এই জুটিকে আবার দেখা গিয়েছিল। এবার আবার একসাথে নতুন ছবিতে এই জুটিকে দেখা যাওয়া নিয়ে বেশ আগ্রহী তাদের ভক্তরা।

Advertisements