Prosenjit-Rituparna: সকাল সকাল বুম্বা-দার বাড়িতে ছুটলেন ঋতুপর্না! কেন জানেন

চোখে হারাচ্ছেন প্রসেনজিৎকে। তাই সোজা চলে গেলেন তাঁর বাড়ি। প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। একের পর এক সোশ্যাল মিডিয়ায়…

prosenjit with rituparna

চোখে হারাচ্ছেন প্রসেনজিৎকে। তাই সোজা চলে গেলেন তাঁর বাড়ি। প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। একের পর এক সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটাচ্ছেন বুম্বা-দা। আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন মিস্টার চট্টোপাধ্যায়। ক্যাপশন দেন ‘দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে’। ছবিটিতে দেখা যাচ্ছে, প্রসেনজিতের বাড়ির নতুন সদস্য, তাঁর পোষ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশেই হাসিমুখে প্রসেনজিৎ।

ভালোবাসার দিনে নিজেদের বিয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তাঁরা। একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছিলেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা। ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। তাতে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’ চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’।

নতুন ছবি আসছে বাংলার হিট জুটির। যেখানে বিয়ের পিঁড়িতে বসবে তাঁদের চরিত্ররা। পরিচালনায় সম্রাট শর্মা। আপাতত আর কোনও তথ্য জানানো যাবে না বলে দাবি নির্মাতাদের।

Advertisements

https://www.instagram.com/p/CaMAruIlzyS/?utm_source=ig_web_copy_link