Prosenjit-Rituparna marriage: প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে! প্রেমদিবসে সাতসকালে হইচই

প্রেমদিবসে সত্যি সত্যি হইচই পড়ে গেছে টালিগঞ্জ পাড়ায়। বাংলা ছবির সবার প্রিয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করতে চলেছেন, একথা আবার নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েও…

Prosenjit-Rituparna marriage

প্রেমদিবসে সত্যি সত্যি হইচই পড়ে গেছে টালিগঞ্জ পাড়ায়। বাংলা ছবির সবার প্রিয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করতে চলেছেন, একথা আবার নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েও দিয়েছেন। ভালোবাসার দিনে আচমকা এই খবরে যখন সবাই অবাক, তখন সেই অবাক হওয়া আরো কিছুটা বেড়ে গেছে পাত্রীর নাম জেনে। পাত্রী আর কেউ নন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আজ সকালেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই একটি ডিজিটাল নিমন্ত্রণপত্র পোস্ট করেন। যেখানে তিনি লেখেন “সবিনয় নিবেদন মহাশয়/ মহাশয়া, বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আপনাদের সামনে নতুনভাবে আসতে চলেছি”। এরপরেই হ্যাসট্যাগ দিয়ে লেখা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণাা। তারপরে আবার লেখেন “গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামী দিনের পথ চলতে চাই, পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম”। ওখানেই জানা গেল এই বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। শেষে উপর লেখা হয়েছে ডিজিটাল পত্রের ধারা নিমন্ত্রণ এর ত্রুটি মার্জনীয়।

ব্যাপারটা কি? একসময় তাদের মধ্যে বিয়ের গুঞ্জন প্রবলভাবে উঠেছিল, তবে কি ভালোবাসার দিনেই ঘটতে চলেছে সেই রকম কিছু। তবে জানা গেছে এ রিয়েল লাইফের বিয়ে নয় তাদের আগামী ছবি ‘হাট্টিমাটিম’-এ তারা জুটি বাঁধতে চলেছেন, যার ফলশ্রুতি এই পোস্ট।

Advertisements

একসময়ের জনপ্রিয় জুটি যে এখনো মানুষের মনে দোলা দেয় তার প্রমান ২০১৬ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’। দীর্ঘদিন পর এই ছবিতে একসাথে কাজ করেছিলেন তারা, প্রচন্ড জনপ্রিয় হয়েছিল ছবিটি। আবার তাঁরা নতুন বাংলা ছবিতে একসাথে জুটি বাঁধছেন।আবার কি হবে একটা ব্লকবাস্টার।