ফেডারেশনের কোপে রাহুল! প্রবীর-পোদ্দারকে দেখা যাবে কি পুজোতে?

বাংলা দর্শকরা ভেবেছিল, পুজোতে আবার তাঁরা প্রবীর এবং পোদ্দারকে একসঙ্গে দেখতে পাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ফেডারেশন। শোনা যাচ্ছে এই ছবির পরিচালক নাকি…

prasenjit

বাংলা দর্শকরা ভেবেছিল, পুজোতে আবার তাঁরা প্রবীর এবং পোদ্দারকে একসঙ্গে দেখতে পাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ফেডারেশন। শোনা যাচ্ছে এই ছবির পরিচালক নাকি ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজ করেছে সেই জন্য তিনি আগামী তিন মাস শুটিং বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চেনেন এই বিখ্যাত গায়ককে?

   

এর আগে ‘দিলখুশ’, ‘কিশমিশ’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন রাহুল। অভিযোগ, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার নিয়ম না মেনে করেছেন। আর তার জেরেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার পক্ষ থেকে রাহলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। যা ২০ জুলাই অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে আর শেষ হবে আগামী ১৯ অক্টোবর।

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেনের পদ ছাড়লেন ‘অভিমানী’ রাজ চক্রবর্তী!

খবর ছড়াতেই টলিউডের চর্চা, তা হলে এসভিএফের পুজোর ছবির ভবিষ্যৎ কী? শোনা যাচ্ছে, এই ছবির চিত্র্রগ্রাহক সৌমিক হালদারের কাঁধে নাকি পরিচালনার দায়িত্ব আসতে চলেছে। রাহুলের বিষয়টির মীমাংসা না হলে সৌমিককেই হয়তো দক্ষিণী ছবি ‘গরুড়ন’-এর বাংলা সংস্করণের পরিচালনা করতে হবে।
যদিও ডিএআইই-এর উদ্দেশে পাঠানো মেলে রাহুল জানান, তিনি শুধুমাত্র মিটিং ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। শুটিং করার উদ্দেশ্য কোনওভাবেই ছিল না। এবার প্রশ্ন, রাহুলকে যদি তিন মাসের জন্য কর্মবিরতিতে যেতেই হয় তাহলে প্রসেনজিৎ-অনির্বাণ জুটির ছবির ভবিষ্যৎ কী হবে? নতুন এই ছবি নাকি পুজোতেই মুক্তি পাওয়ার কথা।