Priyanka Sarkar: কেরিয়ারে উজ্জ্বল কিন্তু সম্পর্কে কতটা সফল প্রিয়াঙ্কা?

Priyanka Sarkar: ‘সম্পর্কের দিক থেকে আমরা একসঙ্গে রয়েছি। এর বেশি কিছু নয়। রাহুল একটা সাক্ষাৎকারে বলেছে যে, ও আমাদেরই আবাসনে থাকতে চায় যাতে আমার আর…

Priyanka Sarkar

Priyanka Sarkar: ‘সম্পর্কের দিক থেকে আমরা একসঙ্গে রয়েছি। এর বেশি কিছু নয়। রাহুল একটা সাক্ষাৎকারে বলেছে যে, ও আমাদেরই আবাসনে থাকতে চায় যাতে আমার আর সহজের সঙ্গে বেশি সময় কাটাতে পারে। আবার কয়েক দিন পর অন্য একটা খবরে পড়লাম আমরা নাকি এখন এক ছাদের নীচে রয়েছি! তাই খুব বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা দুজনেই অনেকটাই পরিণত। এখন আর সব কথায় কান দিই না।’ রাহুলের সঙ্গে সম্পর্কে শান দেওয়ার প্রসঙ্গে এদিন প্রিয়াঙ্কা আরও বললেন কথা।

Advertisements

এদিন প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের আরও একটু সময় চাই। কারণ, মাঝে আমাদের দু’জনের জীবনেই অনেক কিছু ঘটেছে। যুগল হিসেবে হয়তো তখন আমরা সফল ছিলাম না। কিন্তু আমরা এখনও বন্ধু এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। দু’জনেই দু’জনের ভুলত্রুটিগুলো জেনে আমাদের এই উদ্যোগটা সফল হোক সেটাই চাই। হবে কি না জানি না।’

   

সম্পর্ক ভেঙে যাওয়ার সম্পর্কে ফিরে আসা বেশ কঠিন। এ প্রসঙ্গে কী দাবি প্রিয়াঙ্কার। অভিনেত্রী বললেন, এত দ্রুত এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কিন্তু এটা তিনি বুঝেছেন সে কিছু তো সুবিধা হয়েছে। তিনি ও রাহুল দুজনেই পরিবারের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। কেরিয়ারে উন্নতি ঘটছে। আর প্রিয়াঙ্কার মতে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, যেকোনও কারও থেকে পরামর্শ না নিয়ে পেশাদারের কাছে যাওয়া প্রয়োজন।

সম্প্রতি, মুক্তি প্রিয়াঙ্কার বহু প্রতীক্ষিত ছবি অহল্যা। তার প্রচারেই এদিন মনের কথা খুলে বললেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)