শাহরুখ খানের কো-অ্যাকটর হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা (Deepika Padukone)। এরপর তাঁকে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে বাদশার সঙ্গে জুটিতে দেখেছে দর্শক। লম্বা বিরতির পর রুপোলি পর্দায় ফিরছে এই জুটি পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এর মাধ্যমে। ফের একবার শাহরুখ-দীপিকার রসায়ন দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। আর সেই কেমিস্ট্রির প্রথম ঝলক দেখা যাবে আগামী ১২ই ডিসেম্বর! এই দিনই মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’।
‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক এদিন সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। ছবিতে সোনালি রঙা মনোকিনিতে মোহময়ী অবতারে ধরা দিলেন ‘পাঠান’-এর লিডিং লেডি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন দীপিকা, তাঁর চোখের চাউনি যেন নেশা ধরাবে। মনোকিনিতে উথলে পড়ছে তাঁর ভরা যৌবন, নায়িকার সেক্সি ফিগার দেখে কমেন্টের বন্যা বইয়েছেন নেটিজেনরা।
https://www.instagram.com/p/Cl7_do5MJef/?utm_source=ig_web_copy_link
দীপিকার এই হট লুক দেখে একজন লেখেন, ‘বাপরে! সকাল সকাল এর চেয়ে ভালো কিছু হতে পারে না! অপর একজন লেখেন, ‘ফাটাফাটি লাগছে দীপিকাকে, এক্সসাইটেট’। দীপিকার গোল্ডেন মনোকিনি লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট পাড়ায়। কিন্তু অন্যদিকে আরও এক বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার মনোকিনি লুকের সাথে দীপিকার লুকের তুলনা করছেন, কে বেশি হট এই লুকে?
প্রিয়াঙ্কা ২০০৪ সালে দোস্তানা ছবিতে একই রকম একটি গোল্ডেন মনোকিনি পড়েছিল। ‘জানে কিউ’ গানটির মিউজিক ভিডিওতে, প্রিয়াঙ্কাকে দেখা গেছিল চুড়ান্ত হট অবতারে। আজ ছবি মুক্তির ১৪ বছর পরেও তার সেই লুক এখনও মনে গেঁথে আছে ফ্যানদের।
দীপিকা না প্রিয়াঙ্কা, কাকে বেশি হট লাগছে গোল্ডেন মনোকিনি লুকে? আপনিই বলুন…