গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সম্প্রতি ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা তার পরিবার পুরোপুরি মেতে উঠেছেন। বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতেই সবার নজর আকর্ষণ করছে প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিস মিলার জোনাসের (Denise Miller Jonas) অসাধারণ স্টাইল।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) তার পরিবার সবাই ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আর প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিসের (Denise Miller Jonas) পোশাকও ছিল একেবারে নজরকাড়া। অনুষ্ঠানে তাকে দেখা গেছে একটি অফ-শোল্ডার মেটালিক গাউন পরেছিল। ডেনিসের গাউনটিতে ছিল একটি উঁচু চেরা, আর তার ঠোঁটে ছিল গাঢ় লাল রংয়ের লিপস্টিক, যা তার সৌন্দর্যকে আরও চমকপ্রদ করে তুলেছিল। ৬৮ বছর বয়সী ডেনিস মিলার তিন ছেলের মা এবং তার ফিটনেস দেখে দেখে সবাই মুগ্ধ।
View this post on Instagram
তবে, শুধু এই অনুষ্ঠানই নয় এর আগেও ডেনিসকে (Denise Miller Jonas) দেখা গিয়েছিল সিদ্ধার্থ চোপড়ার মেহেন্দি অনুষ্ঠানে গোলাপি শাড়ি পরতে। এই শাড়িটি ৬ বছর পুরনো ছিল, কিন্তু তা সত্ত্বেও শাড়িটি পরেই তিনি সকলের নজর কাড়েন। তার সুন্দর খোঁপা এবং শাড়ির নির্বাচনও ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়। অভিনেত্রীর শাশুড়ি যেমন ভারতীয় পোশাকের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন, তেমনি তার শ্বশুরও কুর্তা-পায়জামায় দেখা গিয়েছেন।