Priyanka Chopra Celebrates Christmas: স্বামীর কোলে উঠে ক্রিসমাসের প্রস্তুতি প্রিয়াঙ্কার, দেখুন

Priyanka Celebrates Christmas

Priyanka Chopra Celebrates Christmas: বলিউডের মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া। এখন হলিউডের বৌমা তিনি। নবরাত্রি, দিওয়ালির মতো ক্রিসমাসও নায়িকার ভীষণ প্রিয়। তাই তো 2 দিন আগে থেকেই বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নিক ঘরণী। প্রস্তুতির ফাঁকে টুকটাক পার্টিও করে ফেলেছেন। ছবি শেয়ার করেছেন ফ্যানেদের সাথে। আর তা দেখেই চোখ কপালে উঠে ফ্যানেদের। নিক জোনাসের কোলে বসে যেভাবে উৎফুল্ল চিত্তে হাসছিলেন নায়িকা। দেখলে খুশি হবেন আপনিও।

প্রিয়াঙ্কা চোপড়ার এদিনের পোস্টে দেখা গিয়েছে, বড়দিনের আগে স্বামী ও মেয়ে মালতি মেরির সঙ্গে বাড়িতে পার্টি উপভোগ করছেন অভিনেত্রী। নিজের বিশেষ বন্ধুদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন পার্টিতে। প্রিয়াঙ্কা নিজের বাড়ির বড়দিনের পার্টিতে ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছিলেন। যে ছবি নজর কেড়েছে। এছাড়াও ইনস্টাগ্রামের পাতায় ভেসে আসা এই সুন্দর ছবিগুলিতে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর মেয়ে মালতি মেরির কিউটনেস ফ্যানেদের মন জয় করেছে (Priyanka Chopra Celebrates Christmas)।

   

ছবিগুলোতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিক জোনাসের কোলে বসে থাকতে দেখা যায়। ওদিকে চোপড়ার মেয়ে মালতি মেরিও দিব্যি ক্রিসমাস পার্টি উপভোগ করেছে। নিজের ছোট্ট গাড়ি চড়েছে। মায়ের কোলে উঠে সান কিসড সেলফি তুলেছে। অভিনেত্রীর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে না হতেই ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কার মেয়ে মালতি মেরির প্রতিটি ছবিই ভক্তদের ভালোবাসা জয় করেছে। কেউ লিখেছেন মিষ্টি জুটির মিষ্টি মেয়ে। কারও কথায়, তোমাদের অনেকদিন পর দেখে খুশি হলাম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priyanka (@priyankachopra)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন